মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণ মামলা থেকে মুক্তি পেয়ে ক্ষতিপূরণ দাবি রোনালদোর

news-image

স্পোর্টস ডেস্ক : আলোচিত ধর্ষণ মামলা থেকে মুক্তি পেয়ে এবার ক্ষতিপূরণ দাবি করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি মামলার বাদী ক্যাথরিন মায়োরগার আইনজীবীর বিরুদ্ধে ৬ লাখ ২৬ হাজার মার্কিন ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন। সিআর সেভেনের পক্ষে তার আইনজীবী যুক্তরাষ্ট্রের আদালতে আর্জি জানিয়েছেন।

রোনালদোর আইনজীবী পিটার ক্রিস্টিয়ানসেন যুক্তরাষ্ট্রের জেলা জজ জেনিফার ডোরসের কাছে এই আর্জিটি জানান। যেখানে মায়োরগার আইনজীবী মার্ক স্টোভালকে এই ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়।

তবে বুধবার স্টোভালকে ফোনে বা মেইলে যোগাযোগ করে পাওয়া যায়নি বলে জানায় ইসপিএন। এমনকি তার সহকারী লারিসা দ্রোহবাইকজেরের সঙ্গে খুদে বার্তায় যোগাযোগ করেও সাড়া মেলেনি। আগামী ৮ জুলাইয়ের মধ্যে আদালতে এর উত্তর দিতে হবে মায়োরগার আইনজীবীকে।

এর আগে গত ১০ জুন রোনালদোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দায়ের করা ধর্ষণ মামলার অবশেষে নিষ্পত্তি হয়। মামলাটি থেকে পুরোপুরি মুক্তি পান পর্তুগিজ তারকা। বিবিসির সংবাদে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিচারক রোনালদোর প্রতিপক্ষের আইনজীবীর আনা তথ্যে ভুয়া ও সাজানো পেয়েছেন।

ঘটনাটি মূলত ২০০৯ সালের, বাদী ক্যাথরিন মায়োরগা অভিযোগ করেন সেবার লাস ভেগাসে এক হোটেলে রোনালদো তাকে ধর্ষণ করেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড জানান, দুজনের সম্মতিতেই তারা শারীরিক সম্পর্কে জড়ান। কিন্তু এই ঘটনার পর ক্যাথরিন মামলার হুমকি দিলে মীমাংসা জন্য রোনালদো তাকে ৩ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার দেন।

২০১৮ সালে আবারও অভিযোগ তোলেন ক্যাথরিন। সে বছর আগস্টে এ বিষয়ে আইনী তদন্ত শুরু হয়। তবে রোনালদোর আইনজীবীরা জানান, মামলার কোনো ভিত্তি নেই এবং রোনালদোকে কারণ ছাড়াই হয়রানি করা হচ্ছে। শেষ পর্যন্ত এটিই সত্য প্রমাণিত হলো।

চাইলেও পুনরায় মামলা করতে পারবেন না ক্যাথরিন মায়োরগা নামের সেই নারী। পাশাপাশি রোনালদোর সঙ্গে করা খারাপ আচরণের কারণে শাস্তির মুখে পড়তে হবে ক্যাথরিনের আইনজীবী লেজল মার্ক স্টোভালকে। এবার তার বিরুদ্ধে ক্ষতিপূরণ চাওয়া হলো।

 

এ জাতীয় আরও খবর

দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে : শিক্ষামন্ত্রী

জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেল রেললাইন

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই : ইসি আলমগীর

এই গরমে খাদ্যে বিষক্রিয়া হলে করণীয়

ভারতীয় দলে সানজু, বাদ কেএল রাহুল

ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার

গরমের সঙ্গে বেড়েছে কলেরা রোগী

হিট স্ট্রোক: সাত দিনে ১০ জনের মৃত্যু