শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘স্বপ্নরাজের’ দাম ২০ লাখ!

news-image

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালের বাঘলবাড়ি গ্রামে মোজাম্মেল হক বাবু নামের এক ব্যক্তি লালনপালন করছেন বিশাল আকৃতির এক ষাঁড়। তিনি এটির নাম দিয়েছেন ‘স্বপ্নরাজ’। ওই ষাঁড়ের খাবারের তালিকাটাও অনেকটা ‘স্বপ্নের’ মতোই। আপেল, আঙুর, কলাসহ নানা ফলমূল ছাড়া তার চলেই না। চার বছরে শরীরের ওজন হয়েছে প্রায় ৩৬ মণ।

আসন্ন ইদুল আজহায় চার বছর বয়সী ‘স্বপ্নরাজ’ নামের বিশালাবৃতির ফ্রিজিয়ান জাতের এই গরু বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মালিক মোজাম্মেল হক বাবু। তিনি গরুটির দাম চেয়েছেন ২০ লাখ টাকা।

সরেজমিনে গিয়ে গরুর মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, ‘স্বপ্নরাজ’ নামের ওই গরুর বিশেষ যত্ন নেওয়া হয়। গরুটিকে কাঁচা ঘাস, খৈল, ছোলা, ভুট্টার ভূষি, মশুর ডালসহ ভালো মানের খাবার খাওয়ানো হয়। শুধু তাই নয়, ওই গরুর খাদ্য তালিকায় প্রতিদিনই আঙুর, আপেল, কলাসহ নানা জাতের দামি ফলমূল খাওয়ানো হয়। এ ছাড়া রোগ জীবাণুর হাত থেকে বাচাঁতে প্রতিদিন সাবান, শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। গরুটিকে অনেকটা নিজের সন্তানের মতো লালন পালন করে এসেছেন তারা। খাওয়ানো হয়নি কোনো ওষুধপত্র। পুরোপুরি দেশিয় পদ্ধতিতে বড় করা হয়েছে বলে দাবি করেন গরুর মালিক।

বাঘলবাড়ি গ্রামের আবদুর রহিম নামের এক ব্যক্তি জানান, ‘আমাদের এলাকায় এতো বড় ষাঁড় গরু এর আগে কখনো দেখিনি। ষাঁড় গরুটি খুব ধীরস্থির প্রকৃতির। দেখতে এতোই সুন্দর লাগে যে প্রতিদিনই একবার হলেও ষাঁড় গরুটি দেখতে ওই বাড়িতে যাই। শরীর নেড়ে আদর করে আসি।’

মোজাম্মেল হক বাবু বলেন, ‘‘জন্মের পরই বাছুরটির শরীরের গঠন দেখে মায়ায় পড়ে যাই। সন্তানদের নিয়ে যেভাবে প্রতিটা বাবা-মা স্বপ্ন দেখে ঠিক একইরকম স্বপ্ন দেখেছিলাম গরুটিকে নিয়ে। এ জন্য নাম রেখেছিলাম ‘স্বপ্নরাজ’। আমি ও আমার স্ত্রী মিলে অনেক যত্ন করে বড় করেছি তাকে। গরুটির দাম চেয়েছি ২০ লাখ। তবে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি হলে ‘স্বপ্নরাজ’ নামের বিশালাকৃতির ওই ষাঁড় গরুটি বিক্রি করব।’

গরুটির ব্যাপারে জানতে চাইলে চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ অধিধপ্তরেরন ভেটেরিনারি সার্জন ডা. রোকনুজ্জামান বলেন, ‘গরুটি ব্যাপারে জানার পর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হয়েছে। এ ছাড়া খামারের মালিক যেন প্রকৃত দাম পান সে জন্য প্রাণিসম্পদ অফিসের ফেসবুক পেজেও ছবি দেওয়া হয়েছে বলে জানান তিনি।’

 

এ জাতীয় আরও খবর