বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তথ্যকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে রাশিয়া : ব্লিঙ্কেন

news-image

অনলাইন ডেস্ক : মস্কোর বিরুদ্ধে তথ্যকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ডিজিটাল গণতন্ত্র বিষয়ক এক সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছে যুক্তরাষ্ট্র।

বুধবার আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়- ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে আলাপকালে ব্লিঙ্কেন বলেন, তথ্যের গণতান্ত্রিকীকরণের বিষয়টি ইতিবাচক। কিন্তু প্রযুক্তির অপব্যবহার এবং ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার মতো বিষয়গুলো প্রত্যাশিত হতে পারে না।

তিনি বলেন, কর্তৃত্ববাদী সরকারগুলো ভুল তথ্য ছড়িয়ে দেওয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের ক্ষেত্রেও আমরা এমনটা দেখতে পাচ্ছি।

এর আগে ২০১৪ সালে রাশিয়া যখন ইউক্রেনে প্রবেশ করেছিল তখনও তারা তথ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে-যোগ করেন ব্লিঙ্কেন।

 

এ জাতীয় আরও খবর