শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই বছরের অধিক সময় পর সশরীরে বৈঠকে প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই বছরেরও অধিক সময় পর একনেকের বৈঠকে সশরীরে উপস্থিত থেকে বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছে পরিকল্পনা কমিশন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সরকার প্রধান। আর এ জন্য নেয়া হয়েছে সব রকম প্রস্তুতি।

কর্মকর্তারা বলেন, ২০২০ সালের মার্চে দেশে করোনা শনাক্তের পর থেকে ভার্চুয়ালি একনেক বৈঠকে সভাপতিত্ব করতেন প্রধানমন্ত্রী। দুই বছরেরও অধিক সময় পর একনেকের বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন তিনি।

বুধবারের একনেক বৈঠকে অনুমোদনের জন্য আটটি প্রকল্প উপস্থাপন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮১ কোটি টাকা।