রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিড়িয়াখানায় সিংহের সঙ্গে কসরত, আঙুল হারালেন রক্ষক

news-image

অনলাইন ডেস্ক : জ্যামাইকার এক চিড়িয়াখানায় পর্যটকদের সামনে সিংহের সঙ্গে কসরত দেখাচ্ছিলেন চিড়িয়াখানারই এক রক্ষক। সিংহটি খাঁচার ভেতরে থাকলেও তার থাবার কবলে পড়েন ওই রক্ষক।

এ ধরনের ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ সোমবারের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তাতে দেখা গেছে, ওই ব্যক্তি বারবার তার হাত খাঁচার ভেতরে ঢুকিয়ে দিয়ে সিংহকে বিরক্ত করছিলেন। এক পর্যায়ে তার আঙুল কামড়ে ধরে সিংহটি। বেশ কিছুক্ষণ ধরে চলে দু’পক্ষের টানাটানি। এক সময় ছিটকে পড়েন ওই ব্যক্তি। পরে দেখা গেল, লোকটি তার অনামিকা আঙুল হারিয়েছেন।

জ্যামাইকা অবজারভারের সঙ্গে কথা বলার সময় এক প্রত্যক্ষদর্শী জানান, লোকটি খুব ভুলভাবে সেই কসরত দর্শকদের দেখাচ্ছিলেন। তিনি বলেন, যখন এটি ঘটে, তখন মনে হচ্ছিল ওই ব্যক্তি রসিকতা করছেন। কিন্তু যখন লোকটি ছিটকে পড়েন তখন সবাই বুঝতে পারেন ঘটনাটি।

এ ঘটনার পর চিড়িয়াখানায় সিংহের পরিচর্যা করার ব্যাপারে আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে, পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধবিষয়ক জ্যামাইকান সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক পামেলা লসন বলেছেন, ঘটনাটি তদন্ত করা হবে।