শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের সহায়তায় ৪ হাজার কোটি ডলার অনুমোদন দিল মার্কিন সিনেট

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের জন্য চার হাজার কোটি মার্কিন ডলারের একটি নতুন সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

সহায়তা প্যাকেজের চূড়ান্ত বাস্তবায়নের জন্য এখন তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।

রাশিয়ার চলমান আগ্রাসন মোকাবিলায় সহায়তা প্যাকেজটি আগামী পাঁচ মাসে ইউক্রেনকে সাহায্য করার উদ্দেশ্যে পাঠানো হবে। এ প্যাকেজের মধ্যে রয়েছে সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ এবং অস্ত্রের জন্য অর্থ। সেই সঙ্গে ১০০ কোটি ডলার মানবিক সহায়তা, যার মধ্যে রয়েছে তিন মাসের সংঘাতের কারণে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি মোকাবিলায় সহায়তা করার অর্থ।

এর আগে গত সপ্তাহে সিনেটের নিম্নকক্ষে প্যাকেজ সংক্রান্ত প্রস্তাবটি একতরফাভাবে পাস হওয়ার পর এবার সিনেটে ৮৬-১১ ভোটে তা অনুমোদিত হওয়ায় ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার উদাহরণ পাওয়া গেল। এমন এক সময়ে বিষয়টি সামনে এলো যখন রাজনৈতিকভাবে বিভক্ত কংগ্রেস প্রায়ই ভোটের ক্ষেত্রে তীব্রভাবে দ্বিধাবিভক্ত হয়ে থাকে।

 

এ জাতীয় আরও খবর