শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংঘর্ষে অংশ নেয়া হেলমেটধারীরা সন্ত্রাসী: পুলিশ

news-image

নিউজ ডেস্ক : ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে অংশ নেয়া হেলমেটধারীরা সবাই সন্ত্রাসী, সেখানে ছাত্রলীগের কেউ ছিলো না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মাহবুব আলম বলেন, পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ হাতে পেয়েছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে নাহিদ হত্যার ঘটনায় জড়িত অনেককে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করতে গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা হেলমেট পরে মাঠে ছিলেন তারা সবাই সন্ত্রাসী। সেখানে ছাত্রলীগের কোনো অস্তিত্ব নেই।