শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘নিজেও ফেনসিডিল খেয়েছি, আমার মাস্টার্স পাস ৩ ছেলেও গোপনে খায়’

news-image

জেলা প্রতিনিধি : লালমনিরহাট জেলা আওয়ামী লীগের এক সদস্যের ফেনসিডিল বিষয়ে দেওয়া বক্তব্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ওই বক্তব্যে ফেনসিডিল আমদানি করে রাজস্ব আয় বাড়াতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

সোমবার (১১ এপ্রিল) দুপুর দেড়টায় আদিতমারী থানা আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপারের (এসপি) উপস্থিতিতে এ বক্তব্য দেন ওই আওয়ামী লীগ নেতা।

তার নাম আজিজুল ইসলাম প্রধান। তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এবং আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও সারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

বক্তব্যের শুরুতে আজিজুল ইসলাম বলেন, আমি খোলামেলা কথা বলি। তাতে জেল হবে না ফাঁসি হবে হোক, আমি হক কথা বলি। এসময় তিনি বলেন, শুধু ফেনসিডিলের কারণে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। তাই ফেনসিডিল আমদানি করে রাজস্ব আয় বাড়াতে বঙ্গবন্ধুকন্যার দৃষ্টি আকর্ষণ করা যায় কিনা।

আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম আরও বলেন, ‘আমি নিজেও এক বোতল ফেনসিডিল খেয়েছি। ঘুম ছাড়া কিছুই হয় না। ভারতে ফেনসিডিল মাত্র ৩৫ টাকা। এই ফেনসিডিলের কারণে প্রতিদিন হাজার কোটি টাকা ভারতে পাচার হচ্ছে। আমার তিন ছেলে মাস্টার্স পাস করেছে। তাদের নিষেধ করলেও গোপন জিনিসের ওপর আরও আগ্রহী হয়ে খাচ্ছে। ভারতে গিয়ে আমি নিজেও এক বোতল খেয়েছি, ঘুম ছাড়া কিছু হয় না। ভারতে ডাক্তারের সঙ্গে কথা বলেছি। দেশের ফেনারগন ও তুসকা সিরাপের মতোই ফেনসিডিল। এটা খাইলে শুধু ঘুম ধরে।’

তিনি আরও বলেন, ‘ভারত থেকে ৩৫ টাকায় ফেনসিডিল কিনে ৭০ টাকা ট্যাক্স নিয়ে ১০০ টাকায় বিক্রি করলেও ব্যবসা হবে। সরকারের রাজস্ব বাড়বে। তাই বিষয়টি নিয়ে উচ্চমহলে আলোচনা করা দরকার।’

তার এমন বক্তব্যে অনুষ্ঠানের সবাই হাসাহাসি করতে থাকেন। অনুষ্ঠানের সভাপতি আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম কৌশলে তার বক্তব্য থামিয়ে দেন।

অনুষ্ঠানের প্রধান অতিধি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা। তিনি জাগো নিউজকে বলেন, তার বক্তব্য চলাকালীন আমার একটি ফোন এসেছিল। আমি ভালো করে শুনতে পারিনি তার বক্তব্য। তবে তিনি যদি এ ধরনের কথা বলে থাকেন তাহলে আবেগপ্রবণ হয়ে বলেছেন। এরপর একটু হেসে তিনি বলেন, ‘এটা নিয়ে লেখালেখির কী আছে।’

আদিতমারী থানার ওসি মুক্তারুল ইসলাম বলেন, আমি মিটিংয়ে আছি। পরে কথা হবে বলে ফোনটি কেটে দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলামের সঙ্গে সন্ধ্যা ৬টার দিকে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তিনি কল রিসিভ করে জাগো নিউজকে বলেন, ‘এ বিষয়ে ইফতারের পর আপনার সঙ্গে কথা বলবো।’

পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফের কল দেওয়া হলে তিনি বলেন, ‘আমি আসলে বলতে চেয়েছি ভারতে যে ফেনসিডিল ৩৫ টাকায় বিক্রি হচ্ছে সেটা বাংলাদেশে ১৫শ টাকায় কিনে খাচ্ছে। এটা ইমপোর্ট করে আনা গেলে দোকান থেকে কেউ কিনে খাবে না। আর আমাদের এতো টাকা লসও হয় না।’

তবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের বিষয়টি অস্বীকার করেন আওয়ামী লীগের এ নেতা। তিনি বলেন, ‘আমি অনুষ্ঠানের প্রধান অতিথির উদ্দেশে এ কথা বলেছি।’ পাশাপাশি নিজে ফেনসিডিল খাওয়ার বিষয়টি স্বীকার করলেও ছেলেদের বিষয়টি এড়িয়ে যান তিনি।