শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ায় খেলতে যাবে না পোল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই সমগ্র বিশ্ব থেকেই প্রতিবাদ জানানো হয়েছে ইউক্রেনের পক্ষ নিয়ে। অন্য সবার চেয়ে রাশিয়ার বিরুদ্ধে যেন বেশিই সরব হয়ে উঠেছে ক্রীড়াজগত। আগামী মাসেই কাতার বিশ্বকাপের প্লে-অফের সেমিফাইনালে রাশিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিলো পোল্যান্ডের। তবে ইউক্রেন হামলার পর রাশিয়ার বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানিয়েছে পোলিশরা।

এর আগে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে সরিয়ে নিয়েছে উয়েফা। আগামী ২৪ মার্চ রাশিয়ার সাথে তাদের মাটিতেই বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্লে-অফ ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিলো রবার্ট লেভান্ডভস্কিদের। তবে সেই ম্যাচ এবার বর্জনের ডাক দেয়া হলো পোলিশ ফুটবলের পক্ষ থেকে। শুধু ম্যাচ বর্জনই নয়, রাশিয়ার বিরুদ্ধে এই ম্যাচ নিয়ে শিগগিরই ফিফাকে নতুন সিদ্ধান্তে পৌঁছানোর জন্য চাপও দিয়েছে তারা।

পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান চেজারি কুলেসজা এ বিষয়ে বলেছেন, ‘এবার আর কোনো কথা নয়, এখন করে দেখানোর সময়। আমাদের একমাত্র সিদ্ধান্ত, ইউক্রেনের ওপর রাশান ফেডারেশনের আগ্রাসনের ফলে পোলিশ জাতীয় দল রাশিয়ার বিপক্ষে প্লে অফ খেলার ইচ্ছা রাখছে না আর। আমরা সুইডেন, চেক প্রজাতন্ত্রের ফেডারেশনের সঙ্গেও কথা বলছি যেন ফিফার কাছে একটা সম্মিলিত একটা অনুরোধ উত্থাপন করা যায়।’

পোল্যান্ডের অধিনায়ক এবং দলের সবচেয়ে বড় তারকা লেভান্ডভস্কিও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নিজের টুইটারে লেখেন, ‘আমাদের সুন্দর খেলাটা যা তুলে আনে, একটা যুদ্ধ তার ঠিক উল্টোটা করে। যারা স্বাধীনতা ও শান্তিকে সমর্থন দেয়, এখনই তাদের ইউক্রেনে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার উপযুক্ত সময়। জাতীয় দলের অধিনায়ক হিসেবে আমি আমার সতীর্থদের সঙ্গে রাশিয়ার বিপক্ষে ম্যাচটা নিয়ে আলোচনা করবো, যেন সবাই এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়। এরপর পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সামনে বিষয়টি যত দ্রুত সম্ভব উপস্থাপন করা হবে।’

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো আগেই জানিয়েছিলেন, ‘আমরা এই পরিস্থিতিটা নজরে রাখছি। বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে আমরা শিগগিরই একটা সিদ্ধান্তে পৌঁছাবো। দরকার পড়লে নতুন সিদ্ধান্তও নেওয়া হবে।’