শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ২.৯৪ শতাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কিছুটা বেড়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৬ হাজার ৬১৭ কোটি ৭৯ লাখ ২০ হাজার ৬৮৬ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেনে হয়েছিলো ৬ হাজার ৪২৮ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ৫৯৬ টাকার।

এই হিসেবে আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে লেনদেন বেড়েছে ২ দশমিক ৯৪ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এদের মধ্যে ২৩৫টির দাম বেড়েছে, কমেছে ১২৫টির দাম। আর ২৬৮টির দাম ছিল অপরিবর্তিত।

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৬২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৭ হাজার ২৩ দশমিক ৫২ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৭ হাজার ৮৫ দশমিক ৯৫ পয়েন্টে উঠে এসেছে।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩১ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ২ লাখ ৪৫ হাজার ৮৩৬টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৩৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩৬ কোটি ৪২ লাখ টাকা ২০ হাজার টাকা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩৩ লাখ ১৯ হাজার ১৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৬ কোটি ৪০ লাখ ৪৭ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, সাইফ পাওয়ারেটেক, দ্য একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইসলামী ব্যাংক লিমিটেড।

সাপ্তাহিক গেইনারের শীর্ষে যারা

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৬০.১৫ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৫৯ দশমিক ৬৬ শতাংশ।

তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪১ দশমিক ৩৯ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি মনোস্পুল, কাট্টালি টেক্সটাইল,তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ, খুলনা পাওয়ার, ইয়াকিন পলিমার ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।

সাপ্তাহিক লুজারের শীর্ষে যারা

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১১.৪৬ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১১.২৬ শতাংশ।

সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১১.১৪ শতাংশ। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, লিবরা ইনফিউশন, অগ্নি সিস্টেমস, ইউনিউয়ন ব্যাংক, ফু-ওয়াং ফুড ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।