শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপপুর প্রকল্পে ১১ দিনে ৫ রুশ নাগরিকের মৃত্যু

news-image

পাবনা প্রতিনিধি : ১১ দিনের ব্যবধানে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত ৫ রুশ নাগরিক মারা গেছেন। এর মধ্যে রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রকল্পের আবাসিক গ্রিন সিটিতে মারা যান ভোরোটনিকভ আলেকজান্দ্রা (৫৫)। তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিম-এ কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, নিজ কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার সহকর্মীরা প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এ নিয়ে ১১ দিনের ব্যবধানে পাঁচ রুশ নাগরিক মারা গেলেন। এরমধ্যে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতেই মারা যান দুজন। এর আগে গত ২৬ ও ২৮ জানুয়ারি দুই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন