শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম ছাড়তে চাইছেন মিরাজ

news-image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : হঠাৎ মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় আলোচনায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ছবি: আজকের পত্রিকা
৫ ম্যাচের ৩ জয়ে বিপিএলে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সবার ওপরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ধারাবাহিক ভালো খেলতে থাকা একটা দলের চেহারা যতটা ‘সুখী’ থাকার কথা, সেটা নেই চট্টগ্রামে। হঠাৎ অধিনায়ক বদলের ঘটনায় একটু যেন এলোমেলো দলটা। এই পরিস্থিতিতে দলটির শুরুর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দল ছাড়ার খবরও জানা গেছে।

দলীয় ও মিরাজের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মিরাজ আজ সন্ধ্যায় দল ছেড়ে চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসতে পারেন। চট্টগ্রাম দলের ম্যানেজার ফাহিম মুনতাসির অবশ্য দুপুরে বিষয়টি নিশ্চিত না করলেও আজকের পত্রিকাকে এতটুকু বলেছেন, ‘ওর মা অসুস্থ, সে (ঢাকায়) যেতে চাইছে। এখনো নিশ্চিত নই, দেখা যাক কী হয়।’

মিরাজ কেন টুর্নামেন্টের মাঝপথে দল কিংবা চট্টগ্রাম ছাড়তে চাইছেন, এ প্রশ্নে যেটা জানা গেছে, হঠাৎ চট্টগ্রামের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটা মিরাজ স্বাভাবিকভাবে নিতে পারেননি। তাঁর জায়গায় গতকাল থেকে চট্টগ্রামের অধিনায়কত্ব করছেন নাঈম ইসলাম। যদিও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির প্রধান পরিচালন কর্মকর্তা ইয়াসির আলমের দাবি ছিল, দলটির বিদায়ী ইংলিশ কোচ পল নিক্সনের নির্দেশে ‘চাপমুক্ত’ রাখতে মিরাজকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরানো হয়েছে। নিক্সন অবশ্য আজকের পত্রিকাকে পাল্টা প্রশ্ন করেছেন, ‘কে এটা করেছে (পরিবর্তন)? টি-টেন এবং বিপিএলের কারণে লম্বা সময় দল (লেস্টারশায়ার) থেকে দূরে ছিলাম। এখন আমি দেশে ফিরে যাচ্ছি লেস্টারশায়ারের দায়িত্ব নিতে।’

মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে পল নিক্সনের পাল্টা প্রশ্নমিরাজকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে পল নিক্সনের পাল্টা প্রশ্ন
আজ সকালে মিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে জানালেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলতে চান না। তবে ঢাকায় ফেরার ব্যাপারটি উড়িয়েও দেননি। মিরাজের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেল, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে ২৪ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার এতটাই অসন্তুষ্ট, এ বিপিএলে চট্টগ্রামের হয়ে আর নাও দেখা যেতে পারে মিরাজকে। যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এখনো। তবে আজ সন্ধ্যায় মিরাজ ঢাকায় ফিরলে চট্টগ্রাম পর্বের বাকি অংশে আর হয়তো তাঁকে দেখা যাচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন