শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি লবিস্ট নিয়োগ করে র‍্যাবের বিরুদ্ধে এ ঘটনা ঘটিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘২০০৮ সালে একটা অরাজকতা পরিস্থিতির মধ্যেই আমরা ক্ষমতা নিয়েছি। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই শুরু থেকেই বিএনপি-জামাত জোট একটি প্রতিকূল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে। এ ছাড়া জনগণ যখন তাদেরকে আর আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে না, তখন তারা বিদেশে লবিস্ট নিয়োগ করে এই ঘটনা ঘটিয়েছে। এসব বিষয় নিয়েই আমরা কাজ করছি। বিদেশিরা যেসব ভ্রান্ত ধারণা নিয়ে আছে, এটা অচিরেই দূর করা হবে।’

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রাজধানী রাজার বাগ পুলিশ লাইনস অডিটোরিয়াম রুমে পুলিশ সপ্তাহ শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘আজকে র‍্যাব জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিণত হয়েছে। যেখানেই অসম্ভব মনে হয়েছে সেখানেই রায়ের আলো জ্বালিয়ে দিয়েছে। আজকে শুধু নিরাপত্তার ক্ষেত্রে নয় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র‍্যাব ভূমিকা পালন করেছে। এ সময় জঙ্গিতে জড়িয়ে পড়া পরিবারের সদস্যরা র‍্যাবের কাছে এসে পরিবারের সদস্যদের র‍্যাবের হাতে তুলে দিয়েছে। যে তার পরিবারের সদস্য জঙ্গিতে জড়িয়ে পড়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এত কিছুর পরেও র‍্যাবের বিরুদ্ধে কেন এখন নিষেধাজ্ঞা আসেনশন হয়, সে বিষয়টি আমরা দেখছি, জাতীয় সংসদে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া বর্তমান সরকারের সময়ে র‍্যাবের দক্ষতার জন্য আমরা অনেক কিছু অর্জন করতে পেরেছি।’

র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসার বিষয়ে সংস্থাটিকে ঢেলে সাজানো হবে কিনা গণমাধ্যমে করা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র‍্যাব বিএনপি সরকারের সময় গঠিত বাহিনী। বর্তমান সরকারের সময়ে র‍্যাব জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তারা সবক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছে।’

আসাদুজ্জামান বলেন, ‘বিশ্বব্যাপী যখন জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছিল, তখন বাংলাদেশের এই বাহিনীটি জঙ্গি দমনে নব দিগন্ত উন্মোচিত করেছে। এ ছাড়া জঙ্গি, সন্ত্রাস দমন, জলদস্যু, চরমপন্থী ও মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে।’

পুলিশ সপ্তাহ শেষ এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে। এ ছাড়া বাহিনীতে বেশ কয়েকটি ইউনিট নতুন করে সৃষ্টি করা হয়েছে। তা ছাড়া পুলিশকে বিশ্বমানের করার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। ’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের যেকোনো ধরনের পরিস্থিতিতে পুলিশ চ্যালেঞ্জ মোকাবিলায় করে আসছে। এতে তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করার জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ যেসব প্রতিষ্ঠান আছে, সেগুলোর সক্ষমতা বৃদ্ধি করার জন্য যেসব দাবিদাওয়া আছে তা সবগুলোই যৌক্তিক।’

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন