শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের সাংবাদিকদের হাতাহাতিও থামালেন জাফর ইকবাল

news-image

অনলাইন ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙিয়েছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। একই দিনে সিলেটের দুই জ্যেষ্ঠ সাংবাদিকের হাতাহাতিও থামাতে দেখা গেছে তাকে।

জানা গেছে, অনশন ভাঙানোর পর জাফর ইকবাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় সামনে আসাকে কেন্দ্র করে দুই সাংবাদিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। জাফর ইকবাল তাদের থামিয়ে দেন।

উপস্থিত সাংবাদিকরা জানান, জাফর ইকবাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসলে একটি বেসকারি টিভি চ্যানেল ও পত্রিকার সাংবাদিকের মধ্যে হাতাহাতি হয়। দুই মাধ্যমই জাফর ইকবালের বক্তব্য লাইভ করছিলেন। টিভির ক্যামেরা পেছনে ছিল। তিনি সামনে আসতে গেলে পত্রিকার ওই সাংবাদিকের সঙ্গে ধাক্কা লাগে। এরপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তখন জাফর ইকবাল এগিয়ে এসে তাদের থামান।

সাংবাদিকদের হাতাহাতির এ ঘটনা ফেসবুকে ভাইরাল হয়। পরিস্থিতি শান্ত হলে জাফর ইকবাল সাংবাদিকদের তার বক্তব্য জানান। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি শিক্ষার্থীদের অনশন ভাঙান।

এ জাতীয় আরও খবর