শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছোট্ট শাকিরা শুধু বলছে মায়ের কাছে যাব

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে মা-বাবা ও নানা হারানো ছয় বছরের শিশু শাকিরা আক্তার মিষ্টিকে আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। পরে বিকেলে মামা নজরুল ইসলাম শিশুটিকে তার মাতুয়াইলের বাসায় নিয়ে যান। অবুঝ এই শিশুটি বারবার মায়ের কাছে যেতে চাচ্ছে। সে এখনো জানে না তার বাবা-মা বেঁচে নেই।

শিশুটির মামা নজরুল ইসলাম ও মামি সোনিয়া আক্তার জানান, শাকিরা আর হাসপাতালে থাকতে চাচ্ছিল না। তার এখানে ভালো লাগছে না। শুধু মায়ের কাছে যেতে চায়।

গত ২১ জানুয়ারি সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হন। নিহতরা হলেন- শাকিরার নানা আব্দুর রহমান, মা শারমিন ও বাবা রিয়াজুল ইসলাম। এ ঘটনায় শাকিরা ও সিএনজি চালক রফিক আহত হন। দুর্ঘটনার পর শাকিরাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এ ঘটনায় সেন্টমার্টিন পরিবহন নামে বাসটির চালক দেলোয়ার হোসেন দিনারকে গত ২৩ জানুয়ারি এক দিনের রিমান্ড দেন আদালত। একই সঙ্গে বাসের সহকারী কোরবান আলীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।