শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডলারের দাম বেশি বাড়ার সম্ভাবনা দেখছেন না অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাজার চড়া থাকায় দাম উঠানামা করলেও ডলারের দাম খুব বেশি বাড়ার সম্ভাবনা দেখছেন না অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

গত বছরের ২৭ অক্টোবর আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলার বিক্রি হয়েছিল ৮৪ টাকা ৮০ পয়সায়। এখন তা ৮৬ টাকায় পৌঁছেছে। অনানুষ্ঠানিক চ্যানেলে ডলারের দাম আরও বেশি অর্থাৎ ৯০ টাকা। এ বিষয়ে সরকারের ব্যবস্থাপনা সম্পর্কে
অর্থমন্ত্রী বলেন, ‘আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারের মধ্যে কিছু পার্থক্য আছে, আমরা তা স্বীকার করি।’

তিনি বলেন, মূল্যস্ফীতির পরিমাণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন আমরা বাইরে থেকে মালামাল কিনি দরের কারণে সেই মালামালের দামটা বাড়ে। যেহেতু রপ্তানি বাড়ছে, রপ্তানি করতে গিয়ে আমদানিও বাড়ছে। এসব কারণে কার্ব মার্কেট ও অফিসিয়াল মার্কেটে দামটা উঠানামা করছে।

এদিকে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে রপ্তানি নীতির (২০২১-২৪) একটি প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান রপ্তানি বাণিজ্যের লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার কোটি মার্কিন ডলার, প্রস্তাবিত নীতিতে তা বাড়িয়ে আট হাজার কোটি ডলারে উন্নীত করা হয়েছে।

রপ্তানি নীতির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত নীতিতে আগে অধ্যায় ছিল আটটি, এখন নয়টি করা হয়েছে। অগ্রাধিকার খাতে সম্ভাবনাময় নতুন কিছু পণ্য ও সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। চতুর্থ শিল্পবিপ্লবে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ কীভাবে সম্ভব, তারও রূপরেখা আছে। এলডিসি উত্তরণ–পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকৌশল প্রণয়নের বিস্তারিত রূপরেখা আছে এই নীতিতে।’

এ জাতীয় আরও খবর