শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছেলে বন্ধুর সঙ্গে লিফট-বন্দি কাজল-কন্যা নাইসা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের স্টারকিডদের মধ্যে অন্যতম নাইসা দেবগণ। প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন কাজল-অজয় কন্যা। শারুখ কন্যা সুহানার চেয়ে কম জনপ্রিয় নন তিনি। এবার এলিভেটরে এক পুরুষ বন্ধুর সঙ্গে পোজ দিলেন নাইসা। তারকা কন্যার ফ্যান অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া সেই ছবিতে এখন তোলপাড় নেটপাড়া।

ছবিতে দেখা যাচ্ছে মুঠোফোন হাতে হাসিমুখে তাকিয়ে রয়েছেন নাইসা, অন্যদিকে তাঁর বন্ধুটি আড়চোখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রয়েছেন নাইসার দিকে। ছবিতে নাইসার দেখা মিলল ঘন নীল পোশাকের উপর পশমের জ্যাকেট পরেছিল নাইসা। লিফটের ভিতরের আয়নার সামনে ছবিটি তুলেছেন নাইসা।

নাইসার পুরুষ বন্ধুটি কে সেই নিয়ে প্রশ্নের শেষ নেই নেটিজেনদের। কেউ কেউ আবার কাজল কন্যার মোহময়ী অবতারেরও প্রশংসা করেছেন। ধেয়ে এসেছে কটাক্ষও। নেটিজেনদের একাংশের মতে ‘দিনে দিনে কাজল ম্যামের মতো দেখতে লাগছে’। কেউ আবার ট্রোল করে বলেছেন, ‘কোথা থেকে প্ল্যাস্টিক সার্জারি করালে?’

দু-দিন আগেই নাইসার অপর একটি ছবি ভাইরাল হয়েছিল, সেখানে সবুজ রঙা ডিপ নেকলাইনের পোশাকে সেক্সি লুকে ধরা দিয়েছিলেন কাজল-অজয় কন্যা। দিনে দিনে আরও সুন্দরী হয়ে উঠছেন কাজল কন্যা।

গত বছরেই ১৮ পূর্ণ করেছেন নাইসা দেবগণ। আপতত সুইজারল্যান্ডের জিলায়ন ইনস্টিটিউড অফ হাইয়ার এডুকেশনে উচ্চশিক্ষা লাভ করছেন নাইসা। ২০০৩ সালের ২০ এপ্রিল জন্ম অজয়-কাজল কন্যার। স্টারকিড হওয়ার সুবাদে ছোট থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নাইসা। পাপারাতজিদের ক্যামেরা হামেশাই ঘিরে থাকে নাইসাকে। যা নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন পাপা অজয়।

আর পাঁচজন তরুণীর মতোই বন্ধুদের নিয়েই তাঁর গোটা জগত। সুহানার মতো খুব বেশি স্টার কিডদের সঙ্গে মেলামেশা করতে দেখা যায় না নাইসাকে। গত বছরের শুরুতেই সিঙ্গাপুরের জিলায়ন ইনস্টিটিউট অফ হাইয়ার এডুকেশন থেকে ইন্টারন্যাশন্যাল হসপিটালিটি নিয়ে স্নাতোক ডিগ্রী লাভ করেছেন নাইসা।

মা-বাবার পদচিহ্ন অনুসরণ করে নাইসাও কি বলিউডে ক্যারিয়ার গড়বেন? নাকি অন্য কোনও পেশার সঙ্গে যুক্ত হবেন, এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা আর বছরখানেকের।

এ জাতীয় আরও খবর

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

৬ জুন বাজেট ঘোষণা

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৩৮

অস্বস্তি কাটাতে এবং সম্পর্ক এগিয়ে নিতে আসছেন লু : পররাষ্ট্রসচিব

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন : ডিবি প্রধান

শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

প্রথম হজ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৩ হজযাত্রী

তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী