শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘দেশে অসংখ্য মুরাদ আছে, সরকার পরিবর্তন হলেই পাওয়া যাবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার পরিবর্তন হলে আরও অনেক মুরাদ হাসান পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবস উপলক্ষে আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারীর প্রতি অবমাননাকর বক্তব্য দিয়ে তুমুল সমালোচনার মুখে তথ্য প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হয়েছেন ডা. মুরাদ হাসান।

সভায় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের চেহারা কেমন, তা এক মুরাদ হাসানের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। দেশে অসংখ্য মুরাদ হাসান আছে। তবে অধিকাংশই এখনো পানির নিচে। সরকার পরিবর্তন হলেই আরও অনেক মুরাদ হাসান পাওয়া যাবে।’

সরকারের আয়ু ‘বেশি দিন নেই’ দাবি করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সারাদেশের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। মানুষের ঘৃণার কারণে তারা ভোট কারচুপি করেও জিততে পারছে না। অনেক মানুষ এখন রাজপথে নামছে। এসবের মধ্য দিয়ে টানেলের শেষে আলোর রেখা দেখতে পাচ্ছেন।

সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে মেজর হাফিজ বলেন, ফেলানীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার লাশ কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা বাংলাদেশকে ভয় দেখিয়ে জানান দেওয়া, দেখো, আমরা কত শক্তিশালী। আমাদের সঙ্গে একটু ভুলত্রুটি করলেই বিনিময়ে গুলি চলবে।

ভারতের দালালে দেশ ভরে গেছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, ‘ভারতে যান, সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের কোনো দালাল পাবেন না। পাকিস্তানেও কোনো ভারতীয় দালাল নেই। আর এ এক বাংলাদেশ, দুর্ভাগা দেশ। এ দেশে অসংখ্য ভারতীয় দালালে ভর্তি হয়ে গেছে।’

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপির প্রান্তিক জনশক্তিবিষয়ক সম্পাদক অর্পণা রায় দাস, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর