সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে
অনলাইন ডেস্ক : আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ ২৫.৫ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে।
এছাড়া দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। রাতে হালকা কুয়াশা পড়তে পারে। আগামী তিনদিনে দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও জানানো হয়েছে।