লঞ্চে আগুন : দগ্ধ আরও এক নারীর মৃত্যু
ঢামেক প্রতিবেদক : ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই নারীর নাম শাহিনুর (৪৫)। তিনি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন।
গত ২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০-এ আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। এ ছাড়া এখন পর্যন্ত নিখোঁজও রয়েছেন বহু।