মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাপের সঙ্গে সেলফি তুলেছেন সালমান

news-image

বিনোদন ডেস্ক : জন্মদিনের কয়েক দিন আগে সালমান খান বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে ক্রিসমাস উদযাপন করতে তার পানভেল ফার্মহাউসে গিয়েছিলেন। সেখানে তাকে তিনবার সাপে কামড়েছিল। তবে এখন পুরোপুরি সুস্থ বলিউডের জনপ্রিয় এ নায়ক।

কীভাবে তাকে সাপে কামড়াল, সেই কথা নিজেই জানালো সালমান। তিনি বলেন, একটি ঘরে সাপ ঢুকেছিল। এমতাবস্থায় শিশুরা ভয় পেয়ে যায়, তাই আমি সাপটি সরাতে রুমে যাই। একটি কাঠ নিয়েছিলাম তাকে সরাতে, যা খুব ছোট ছিল। এমতাবস্থায় আমি বড় কাঠ চাইলাম, তারপর সেই কাঠের সাহায্যে সাপটিকে তুলে নিয়ে আসি। কাঠের উপর পরম আদরে মোড়ানো সাপটা পরে আস্তে আস্তে আমার হাতের দিকে এগোতে লাগল। এমতাবস্থায় আমি সাপটিকে অন্য হাতে নিয়ে কাঠ রেখে বেরিয়ে আসি।

সালমান আরও বলেন, ‘সেখানে মানুষের হট্টগোল চলছিল এতে সাপটি ভয় পেয়ে আমাকে একবার নয়, তিনবার কামড়েছে। এরপরে, আমরা সেখান থেকে হাসপাতালে গিয়েছিলাম যেখানে আমাকে একটি অ্যান্টি-ভেনম ইনজেকশন দেয়া হয়েছিল… এখন পর্যন্ত আমি সব ধরনের অ্যান্টি-ভেনম ইনজেকশন (ক্রেট, ভাইপার, কোবরা) নিয়েছি।’

তিনি বললেন, ‘সাপে কামড়ানোর সময় আমার বোন (অর্পিতা) খুব ভয় পেয়ে গিয়েছিল… ততক্ষণে সাপের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তখন আমি সাপের সঙ্গে সেলফি তুললাম এবং তারপর তাকে ছেড়ে দিলাম।

অন্যদিকে সালমানকে সাপে কামড়ানোর পর তার বাবা সেলিম খান ভারতের শীর্ষস্থানীয় এক পত্রিকাকে বলেন, সালমানকে যখন নিকটবর্তী হাসপাতালে ইনজেকশন দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমরা সবাই অত্যন্ত ভয়ে ছিলাম। তবে সাপটি কম বিষধর ছিল জানার পর স্বস্তির নিশ্বাস ফেলেছিলাম। এখন সালমান পুরোপুরি সুস্থ। চিন্তা করার কিছু নেই।

সালমান খান হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন তার পানভেলের খামারবাড়িতে আবার ফিরে গেছেন। সেখানে তার জন্মদিন উদযাপনের জোর প্রস্তুতি চলছিল। এই জন্মদিনে বলিউড এই সুপারস্টার ৫৬ বছরে পা দিচ্ছেন। সালমানের জন্মদিনে শামিল হতে তারকারা ইতিমধ্যে তার খামারবাড়িতে এসে পৌঁছেছেন।

এ জাতীয় আরও খবর

ডিমের বাজার অস্থির করপোরেট তেলেসমাতিতে

চলতি মাসেই সর্বজনীন পেনশনের হিসাবে জমা হবে মুনাফা

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ বিচারকের সমন্বয়ে আইসিটি পুনর্গঠন, এ মাসেই বিচার কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

‘আগের চেয়ে ভালো’ বিপিএলের প্রতিশ্রুতি ফারুকের

এইচএসসির ফল: যেভাবে পাবেন নম্বরসহ মার্কশিট

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ

যে কারণে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ