পাঞ্জাবে আদালতে বিস্ফোরণ, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব রাজ্যের লুদিয়ানায় আদালতে বিস্ফোরণের ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। খবর এনডিটিভির।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি বলেছেন, এ বিস্ফোরণের মাধ্যমে রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে (লুদিয়ানা) শহরের আইনশৃঙ্খলা বিনষ্ট করা হচ্ছে।
বিস্ফোরণের পর আদালত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সূত্র জানায়, আদালত ভবনের দ্বিতীয় তলায় একটি বাথরুমে স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে ওই বাথরুমটি কার্যত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
পাশের কক্ষের কাচের জানালাও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন এ বিস্ফোরণ ঘটে তখন জেলা আদালতের কার্যক্রম চলছিল। এ সময় বিপুল সংখ্যক মানুষ আদালত ও এর চত্ত্বরে অবস্থান করছিলেন।
ঘটনার পর পরই ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেয় পুলিশ। ঘটনার তদন্ত করতে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।