বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মাদাগাস্কারে নৌকাডুবিতে মৃত্যু বেড়ে ৮৩

news-image

মাদাগাস্কারে নৌকাডুবিতে অন্তত ৮৩ জনের মৃত্যু হয়েছে। ৫০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ ৫ জন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এদিকে এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট। এদিকে মাদাগাস্কারের মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারের এই নৌকাডুবির ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ থাকলেও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার ও তল্লাশি অভিযান বন্ধ রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সোমবার ১৩৮ জন আরোহী নিয়ে ডুবে যায় নৌকাটি। পণ্যবাহী নৌকাটিতে যাত্রী তোলার কোন অনুমতি ছিল না। উদ্ধারকারীরা জানায়, অতিরিক্ত যাত্রী নেয়ার কারণেই দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে অবশ্য ১৭ জনের প্রাণহানির কথা জানানো হয়েছিল।

এদিকে, মঙ্গলবার খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে যোগ দেয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই হেলিকপ্টারে ছিলেন মাদাগাস্কারের পুলিশ প্রধান সের্গে গ্যালে। দুর্ঘটনার পর প্রায় ১২ ঘণ্টা সাঁতার কেটে পাড়ে পৌঁছান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে ৫৭ বছরের সের্গে গেলে একটি ডেক চেয়ারে ক্লান্ত অবস্থায় শুয়ে রয়েছেন। তখনও তার ছদ্মবেশী পোষাক পরা ছিল।

তিন দশক পুলিশে কাজ করার পর গত আগস্টে মন্ত্রিসভায় রদবদল হলে তাতে স্থান পান সের্গে গেলে। নিরাপদে পৌঁছানোর পর তিনি ঠাণ্ডা অনুভূত হওয়ার কথা জানান, তবে কোন আঘাত লাগেনি। তিনি বলেন, আমার মৃত্যুর সময় এখনও আসেনি।