বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কচ্ছপের বিপদে এগিয়ে এলো মহিষ! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ছোট্ট একটি কচ্ছপ বিপদে পড়ল। তাকে সাহায্যে কিনা এগিয়ে এলো মহিষ। রূপকথার গল্পের মতো মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছে এক চিড়িয়াখানায়।

সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে টুইটারে, যেখানে দেখা যাচ্ছে উল্টে যাওয়া কচ্ছপকে সোজা করে দিচ্ছে একটি মহিষ।

মাত্র ১৫ সেকেন্ডের ভিডিওটি তুলেছেন সনম কামরান নামে এক টিকটক ব্যবহারকারী। সেখান থেকে ভিডিওটি ভাইরাল হয়ে যায় টুইটারে। বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দও শেয়ার করেছেন ভিডিওটি।

এতে দেখা যাচ্ছে, ইসরায়েলের এক চিড়িয়াখানার কোনো এক বদ্ধ পরিসরে একটি কচ্ছপ কোনোভাবে উল্টে যায় এবং সেটিকে সোজা করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে একটি মহিষ।

কারণ, কচ্ছপ বেশিক্ষণ উল্টে গেলে তার অঙ্গপ্রত্যঙ্গ স্থানচ্যুত হয়ে কাজ করা বন্ধ করে দেয় এবং শরীরে নরম অংশ শিকারি প্রাণীদের শিকার করতে সুবিধা করে দেয়। কচ্ছপ একবার কোনোভাবে উল্টে গেলে তাকে সস্থানে ফিরে আসতে বেশ কষ্ট করতে হয়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, অনেকক্ষণের প্রচেষ্টায় মহিষটি কচ্ছপটিকে সোজা করতে সক্ষম হয়। ঘটনাটি দেখার পর চিড়িয়াখানায় উপস্থিত দর্শকেরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ টুইটার ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন।

https://twitter.com/i/status/1471700209855991811

এ জাতীয় আরও খবর