শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় সংঘবদ্ধ ধর্ষণ: পাঁচজনের যাবজ্জীবন

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় চার নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় পাঁচ আসামিকে দুই বার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিজান মাতব্বর (৪৫), আবু সামা (৩৭), মহিদুল ইসলাম (৩১), জহিরুল ইসলাম (২৪) ও ইলিয়াছ শেখ (৩৬)। তাদের মধ্যে ইলিয়াছ শেখ পলাতক।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জেলার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মঈন উদ্দীন এ রায় ঘোষণা করেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম সেন্টু। তিনি বলেন, ডাকাতির দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আবার ধর্ষণের দায়ে এদের প্রত্যেককে যাবজ্জীবন ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি আব্দুল হান্নান মেম্বারকে খালাস দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ ডিসেম্বর রাতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাতরা মিলে প্রবাসীর পরিবারের চার নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ২০১৯ সালের ৩০ আগস্ট ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলায় ২২ জন আদালতে সাক্ষ্য দেন। এরপর বিভিন্ন আইনিপ্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা হয়।

 

এ জাতীয় আরও খবর

মনের কথা প্রকাশ করলেন ফারিণ

হাতিরঝিলে চক্রাকার বাসে কাল থেকে ‘র‌্যাপিড পাস’ কার্ডে ভাড়া দেওয়া যাবে

প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

নুহাশপল্লীতে শব্দে-গল্পে-স্মৃতিতে হুমায়ূন আহমেদকে স্মরণ

জামায়াতের সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএনপি

আ. লীগ-বিএনপি সবাই হিন্দুদের সঙ্গে প্রতারণা করেছে

যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা আবার সক্রিয় হচ্ছে: মির্জা ফখরুল

প্রথমার্ধে শ্রীলংকার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

শিলং থেকে গডফাদার এসেছে, সালাহউদ্দিন ইঙ্গিত করে নাসীরুদ্দীন

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

দেশে ফের মুজিববাদী-ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে: সারজিস