মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভাঙা হচ্ছে মেয়র আব্বাসের অবৈধ মার্কেট

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীর কাটাখালিতে অবৈধভাবে সরকারি খালের ওপর মার্কেট নির্মাণ করেছিলেন পৌরসভার মেয়র আব্বাস আলী। নির্মাণাধীন সেই মার্কেট ও অন্যান্য অবৈধ স্থাপনা ভাঙার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আজ শনিবার সকাল ৯টায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাটাখালী এলাকায় গড়ে তোলা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এসব স্থাপনা থেকেই মেয়র নিয়মিত চাঁদা আদায় করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র আব্বাসের মার্কেটের নিচতলায় সাতটি দোকান রয়েছে। দোকানগুলোর ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া দোতলায় শুধু ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এই মার্কেট ভাঙার পরে কাটাখালি বাজারের উত্তরে মসজিদের সামনে অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হবে। স্থাপনাগুলো উচ্ছেদ করা হলে বেলঘড়িয়া, শ্যামপুরসহ আশেপাশের এলাকার মানুষ বর্ষা মৌসুমের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান বলেন, মেয়র আব্বাসের মোট চারটি অবৈধ স্থাপনা রয়েছে খালের ওপরে। এগুলো ভাঙতে ভ্রামম্যাণ আদালত কাজ শুরু করেন। জেলা প্রশাসকের নির্দেশে এগুলো ভাঙার কাজ শুরু হয়।

পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দিন বলেন, মার্কেটটি সরকারি খালের ওপর করা হয়েছে। এটি অপসারণের জন্য আমরা আগেই নোটিশ করেছি। তবে এর কোনো জবাব তারা দেয়নি। তাই আইনানুগ ব্যবস্থা হিসেবে মার্কেট উচ্ছেদ করা হচ্ছে।

দুই দফায় নৌকার টিকিট পেয়ে মেয়র পদে জয়ী হন মেয়র আব্বাস। বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে তিনটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত ১ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডিমের বাজার অস্থির করপোরেট তেলেসমাতিতে

চলতি মাসেই সর্বজনীন পেনশনের হিসাবে জমা হবে মুনাফা

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ বিচারকের সমন্বয়ে আইসিটি পুনর্গঠন, এ মাসেই বিচার কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

‘আগের চেয়ে ভালো’ বিপিএলের প্রতিশ্রুতি ফারুকের

এইচএসসির ফল: যেভাবে পাবেন নম্বরসহ মার্কশিট

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ

যে কারণে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ