বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

টিভি প্রযোজকদের নির্বাচনে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন কমিশনাররা

news-image

বিনোদন প্রতিবেদক : একযোগে পদত্যাগ করলেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিশেন অব বাংলাদেশ’র প্রধান নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া, কমিশনার মাসুম আজিজ ও বৃন্দাবন দাস। তিনজনের স্বাক্ষরসম্বলিত একটি চিঠি সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে। তাদের অভিযোগ নির্বাচনের আপিল বিভাগের প্রধান খায়রুল আলম সবুজকে ঘিরে।

চিঠিতে উল্লেখ করা হয়, নিয়ম অনুযায়ী ১১ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী নির্বাচনী তফসিলও ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা বাছাইপর্বে ১৭ জন সদস্যের প্রার্থিতা বাতিল হলে শুরু হয় বিশৃঙ্খলা। বাদপড়া ১৫ জন প্রার্থী নির্বাচনী প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগ বরাবর আপিলপত্র দাখিল করলে শুনানি শেষে নির্বাচনী প্রক্রিয়া ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিতের সুপারিশ করেন সবুজ।

এ বিষয়ে একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো হয়। আর তাতেই ক্ষুব্ধ হন কমিশনাররা। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের সঙ্গে আপিল বিভাগের প্রধান খায়রুল আলম সবুজ কোনো প্রকার আলোচনা না করে এমন একতরফা সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

কমিশনারগণ বলেন, ‘আপিল বিভাগের প্রধান খায়রুল আলম সবুজের এই কর্মকাণ্ড বে-আইনি, এখতিয়ার বহির্ভূত এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপের শামিল। তাই এই অবস্থায় নির্বাচন কমিশনের পক্ষে স্বাধীনভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়।’

এদিকে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় খায়রুল আলম সবুজের ফোন নম্বরে। তবে তিনি মোবাইল সেট বাসায় ফেলে শুটিং গেছেন বলে জানান অভিনেতার স্ত্রী। তিনি বলেন, ‘নির্বাচনে যে অভিযোগ উঠেছে, এগুলো সবকিছু নিয়ে আগামীকাল (৩০ নভেম্বর) একটি মিটিং আছে। সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’

 

এ জাতীয় আরও খবর

দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ

গণমাধ্যম আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে : মির্জা ফখরুল

২২ জনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিয়োগ

রাজধানীতে আবারও বাসে আগুন

অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ দিলেন সিএমপি কমিশনার

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

এক লাফে সোনার দাম বাড়ল ৪ হাজার

যে আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন তাসনিম জারা

জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত ঘোষণা করলে দায় সরকারের: বিএনপি

তাপমাত্রা নিয়ে যে তথ্য দিলো অধিদপ্তর

গভীর রাতে ঢাকায় ৩ বাস ও প্রাইভেটকারে আগুন

আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকবে