বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বগিভর্তি লাশ নিয়ে ছুটছে রাতের ট্রেন!

news-image

বিনোদন প্রতিবেদক : সৈয়দপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে বগিভর্তি লাশ নিয়ে ছুটছে রাতের ট্রেন! গন্তব্য কুমিল্লার কোনো এক নির্জন স্থান। আর রাতের মধ্যেই গুম করতে হবে মৃতদেহগুলো। পুরো দায়িত্বটাই পড়েছে রেলওয়ের বিটি গার্ড ওয়াজিউল্লাহ চৌধুরীর ওপর।

গল্প নয়, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে কোনো এক রাতে নির্বিচারে ঘটে যাওয়া গণহত্যার এমন ঘটনাই উঠে আসছে টিভি পর্দায়। ‘শ্বাপদ’ শিরোনামে নাটকটি পর্দায় তুলে আনছে থিয়েটার এন্টারটেইনমেন্ট। পিকলু চৌধুরীর প্রযোজনায় এর চিত্রনাট্য করেছেন মাসুম শাহরিয়ার আর পরিচালনায় আছেন গোলাম মুক্তাদির।

প্রযোজক পিকলু চৌধুরী জানান, মুক্তিযুদ্ধের ইতিহাসে লুকিয়ে আছে এমন অসংখ্য ছোট ছোট ঘটনা। কিছু ঘটনা এতটাই নৃশংস যে, সেসব শুনলে যে কারও বুক কেঁপে উঠবে। তেমনই একটি ঘটনা ঘটেছে তৎকালীন পাকিস্তান রেলওয়েতে বিটি গার্ড হিসেবে কর্মরত ওয়াজিউল্লাহ চৌধুরীর জীবনে।

পিকলু বলেন, ‘সত্য ঘটনার অনুপ্রেরণা থেকেই নাটকটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। ঘটনাটি আমরা শুনেছি প্রত্যক্ষদর্শী ওয়াজিউল্লাহ চৌধুরীর মেয়ে লুৎফুন্নেসা এবং নাতি রাশেদুল আউয়ালের কাছ থেকে। পুরো ঘটনাটি এখনই বলতে চাই না, আমরা চাই দর্শকরা একসঙ্গে পুরোটা জানুক। শুধু এটুকু বলি, কাজটিকে সত্য ঘটনার কাছাকাছি নিয়ে যেতে আমরা পুরো একটি রেলগাড়ি ভাড়া করেছি টানা তিন দিনের জন্য। কারণ, পুরো ঘটনাটি রেলগাড়ির একটি লাশবোঝাই বগিকে কেন্দ্র করে।’

তিনি আরও জানান, গত সপ্তাহে সৈয়দপুরে ‘শ্বাপদ’র শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, শতাব্দী ওয়াদুদ, এফ এস নাঈম, শবনাম ফারিয়া, আবুল কালাম আজাদ সেতু, রওনক রিপনসহ অনেকে। নাটকটি বিজয়ের মাস ডিসেম্বরে দেশের যেকোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে।

 

এ জাতীয় আরও খবর

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভারতে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান: জামায়াত আমীর

নারী পুরুষের চুলের যত্নে লেবু

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

তপু খানের ‘মমতা’য় জোভান-সাদিয়া

হ্যারিকেন মিল্টনের ভেতর বিমান নিয়ে বিজ্ঞানীরা

দেশ ছেড়েছেন সব উপদেষ্টা, সোর্স: চালাই দেন

আমরা খুব স্বস্তি অনুভব করছি: স্কয়ারের সিইও তপন চৌধুরী

ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ মামলা

দেশে ৩ কোটিরও বেশি মানুষের মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন