শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগরে তৈরি হচ্ছে দেশীয় মাছের নানা জাতের শুটকি

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাওরবেষ্টিত হওয়ায় দেশীয় মাছের শুটকি উৎপাদনের জন্য বেশ উপযোগী এলাকা। চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় মাঁচায় শুঁটকি উৎপাদনে ব্যবসায়ীরা রীতিমতো ব্যস্ত সময় পার করছেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সদর ইউনিয়নের গাঙ্কুলপাড়ার নদীর তীরঘেঁষে তৈরি হয়েছে শুটকি তৈরির মাঁচা। দেশীয় নানা জাতের মাছ। এসব মাঁচার উপর বিশেষ প্রক্রিয়ার মার্ধ্যমে রাখা হয়েছে। শুঁটকি তৈরিতে এখানে প্রায় দুই শতাধিক শ্রমিক বর্তমানে কাজ করছেন।
এদের অধিকাংশই নারী। কোনো ধরনের কীটনাশক ছাড়াই প্রাকৃতিকভাবে তৈরি হয় বলে এখানকার শুঁটকির সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, নরসিংদী ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাইকাররা এসে নিয়ে যাচ্ছে। উপজেলার বিলবালিঙ্গা, মেদীর বিল, আটাউরী, উত্তরবাল্লা ও লঙ্গন নদীর মিঠাপানির মাছ বলতে শৈল, চান্দা, গজার, পুঁটি, টেংরা, বোয়াল, বাইম, বাইলা, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ দিয়ে তৈরি হয় এসব শুঁটকি।

শুঁটকি ব্যবসায়ী নীলু মোহন দাস বলেন, এ আবহাওয়ায় শুঁটকি ভালো হচ্ছে। এ ব্যবসায় জড়িত জেলেরা অনেকেই স্বাবলম্বী হয়েছেন এবং এখানে শুঁটকি তৈরিকে কেন্দ্র করে অনেক কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে। শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এলাকার কয়েকশ নারী।
আরেক শুঁটকি ব্যবসায়ী ছিদ্দিক মিয়া বলেন, বছরের আশ্বিন মাস থেকে শুরু করে মাঘ মাস পর্যন্ত শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করেন এখানকার নারী-পুরুষ অনেক শ্রমিক। আমরা এক মৌসুমে গড়ে ১২ থেকে ১৫ লাখ টাকা পুঁজি বিনিয়োগ করে থাকি। আমাদের উৎপাদিত শুঁটকি দেশের গন্ডি পেরিয়ে এলসির মার্ধ্যমে পার্শ্ববর্তী দেশ ভারতেও যায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বলেন, শুঁটকি ব্যবসায়ীরা স্বাস্থ্যসম্মত উপায়ে কীভাবে শুঁটকি তৈরি করবেন সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা একটা তালিকা প্রণয়ন করেছি। আশা করি এ থেকে ভালো সুফল পাবেন তারা। এখানকার শুঁটকিগুলোর গুণগতমান ভালো।

এ জাতীয় আরও খবর

ডিম-পেঁয়াজ-আলুর দাম কমেছে: বাণিজ্য মন্ত্রণালয়

স্বামী হিসেবে শাহরুখ কেমন জানালেন গৌরী

মানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির আদর্শ: আমীরে জামায়াত

সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে: উপদেষ্টা নাহিদ

কেন ক্ষমতা ছেড়ে এক মিনিটও থাকতে পারলো না আ. লীগ

শান্তিতে নোবেল জয়ে নিহন হিডাঙ্কিওকে অভিনন্দন জানাল ড. ইউনূস

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বহাল রাখতে পারে বাংলাদেশ

পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ

ডিমের দাম বৃদ্ধি, সেটা কারসাজি: উপদেষ্টা ফরিদা আখতার

‘সার্বভৌমত্ব রক্ষা’ করতে প্রস্তুত ইরান

ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিলে কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

শান্তিতে নোবেল জিতলো জাপানি সংস্থা নিহন হিডানকিও