রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাড়া পেল তুলে নিয়ে যাওয়া সেই ছাত্র

news-image

নিজস্ব প্রতিবেদক : গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন শেষে তুলে নিয়ে যাওয়া আইডিয়াল কলেজের সেই ছাত্র ছাড়া পেয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা সাতটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। আন্দোলনের জেরে আইডিয়াল কলেজের ওই ছাত্রকে ধরে নিয়ে যায় ঢাকা কলেজের কিছু ছাত্র।

পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। তবে তিনি ওই ছাত্রের নাম-পরিচয় জানাননি।

আইডিয়াল কলেজের অধ্যক্ষ জসিমউদ্দীন আহমেদ সন্ধ্যা সোয়া সাতটার দিকে জানান, তুলে নিয়ে যাওয়া ছাত্রকে তারা ফিরিয়ে এনেছেন। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা জানান, তাদের কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র আজ পরীক্ষা শেষে বেরিয়ে যাওয়ার পর ঢাকা কলেজের কয়েক ছাত্র তাকে তুলে নিয়ে যায়। হাফ ভাড়ার দাবিতে আন্দোলনের সময় তার বিরুদ্ধে মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ তোলেন ঢাকা কলেজের ওই ছাত্ররা।

এদিকে প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার শিক্ষার্থীরা বলেন, কর্মসূচির শেষ পর্যায়ে সায়েন্স ল্যাব থেকে নিউমার্কেটের মোড় ঘুরে আবার সায়েন্স ল্যাব পর্যন্ত একটি মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ওই সময় ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে মিছিলে হামলা চালায়।

এর আগে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করা, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দুপুরে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আট ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। দাবি না মানলে তারা ঢাকা শহর অচল করে দেওয়ার হুমকি দেন। দাবি পূরণ না হলে ২৯ নভেম্বর রাজধানীর শাহবাগ মোড়ে আবারও অবরোধের কর্মসূচি পালনের ঘোষণা দেয় তারা।

 

এ জাতীয় আরও খবর

সাইফের ঘটনায় ২ সন্দেহভাজন আটক

পেঁয়াজের দরপতনে দিশেহারা কৃষক

লালমনিরহাটে আজহারীর মাহফিলে মোবাইল চুরি, নারীসহ আটক ২২

বাংলাদেশ নিয়ে এপিপিজি রিপোর্টকে ‘একপাক্ষিক’ বললেন রূপা হক

৬০০ টাকায় ইলিশ বিক্রি করবে সরকার

নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত: মির্জা ফখরুল

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

ফের পয়েন্ট খুইয়েছে কিংস, চ্যাম্পিয়নদের এবার রুখে দিলো ফর্টিস

প্রধান উপদেষ্টাকে সংগ্রামের গল্প শোনালেন ১৫ উদ্যোক্তা

বিপ্লব বেহাত হয়নি, জন-আকাঙ্ক্ষার দেশ গড়তে কাজ করছে সরকার

ইরানে বন্দুকধারীর হামলায় ২ বিচারপতি নিহত

চাঁদাবাজি-দখলদারত্বের বিরুদ্ধে যুদ্ধ চলবে: জামায়াতের আমির