শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘খালেদা জিয়াকে চিকিৎসা বঞ্চিত করে বিরোধ স্থায়ী করবেন না’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়া থেকে বঞ্চিত করে রাজনীতির বিরোধ স্থায়ী করবেন না বলে জানিয়েছে দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ মন্তব্য করেন।

তারা বলেছেন, ‘বাংলাদেশে নারী অধিকার ও নারী নেতৃত্বের অন্যতম পুরোধা, গণতান্ত্রিক আন্দোলনের প্রধান নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসকেরা বলেছেন, এই হাসপাতালে তার উন্নত চিকিৎসা সম্ভব নয়। অনতিবিলম্বে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন। অন্যথায় বাংলাদেশের বিরোধের রাজনীতি দীর্ঘস্থায়িত্ব পাবে। এর বিরূপ প্রভাব থেকে আওয়ামী লীগ রক্ষা পাবে না।’

বিবৃতিতে এলডিপির দুই শীর্ষনেতা উল্লেখ করেন, ‘পৃথিবীতে বহু শাসক এসেছে, বহু স্বৈরাচারের পতন হয়েছে। বাংলাদেশের জনগণ শান্তিতে বিশ্বাসী। কিন্তু বেগম জিয়ার কিছু হয়ে গেলে সেই দায় ক্ষমতাসীন হিসেবে আওয়ামী লীগ এড়াতে পারবে না। এর রেশ যাবে বহুদূর।’

তারা আরও বলেন, ‘বেগম জিয়া কেবল একটি দলেরই প্রধান নন। তিনি এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান চালিকা শক্তি। একজন সাধারণ গৃহবধূ থেকে রাজপথে জনগণকে নেতৃত্ব দিয়ে নিজে হয়েছেন নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি রাতের আঁধারে ভোট করেননি, তিনি পেছনে দরজা বেছে নেননি। স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিনী হিসেবে তার দেশপ্রেম ইতিহাসে যেকোনো সময়ের চেয়ে উদাহরণহীন।’

দপ্তর সম্পাদক শামীম আহাম্মদ স্বাক্ষরিত বিবৃতিতে এলডিপির দুই শীর্ষনেতা বলেন, ‘দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রীকে আজ উন্নত চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরতে হবে, এটা দেশের জনগণ মেনে নেবে না। যত সময় যাচ্ছে, তত তার জীবন হুমকির মধ্যে পড়েছে। ইতোমধ্যে দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতারা তার চিকিৎসার দাবি জানিয়েছেন। তার উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।’

‘এই ঐক্য রাজনৈতিকভাবে প্রভাববিস্তারী হিসেবে রূপ নেবে বেগম জিয়াকে সুচিকিৎসা বঞ্চিত করা হলে। তাই সময় থাকতে তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে পাঠানোর সুযোগ দেওয়া হোক’, যোগ করেন এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।