শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়কে ডলারের ছড়াছড়ি, হুড়মুড়িয়ে কুড়াচ্ছেন লোকজন

news-image

অনলাইন ডেস্ক : ব্যস্ত সড়কে হঠাৎ ডলারে ছেয়ে গেল। লোভ সামলাতে না পেরে অনেকে সেগুলো কুড়াতে শুরু করে দিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে নোটগুলো না কুড়াতে অনুরোধ করে। এর মধ্যে অনেকেই কুড়িয়ে নেওয়া ডলার নিয়ে পালিয়েছে।

এমনই এক দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো কাউন্টির একটি সড়কে।

এএফপি জানায়, শুক্রবার একটি ব্যাংকের ডলার বহনকারী ট্রাকের দরজা হঠাৎ করে খুলে গেলে সড়কে নোটগুলো ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মানুষ সড়কের ওপর হুমড়ি খেয়ে ডলার কুড়াচ্ছে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে টহল পুলিশের সার্জেন্ট কার্টিস মার্টিন এক সংবাদ সম্মেলনে বলেন, মানুষ যে সড়ক থেকে টাকা কুড়িয়ে নিয়েছে, চুরি করেছে, তার যথেষ্ট ভিডিও ও প্রমাণ হাতে আছে।

তিনি জানান, রাস্তায় হাজারো নোট ছড়িয়ে পড়েছিল। এগুলোর মালিক একটি ব্যাংক। যারা রাস্তা থেকে ডলার কুড়িয়ে নিয়েছে, তাদের অবশ্যই পুলিশ স্টেশনে তা হস্তান্তর করতে হবে বলেও জানান তিনি।

টাকা কুড়ানোর ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর