শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই স্কুলছাত্রীর প্রাণ নিল বেপরোয়া কাভার্ডভ্যান

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় সানজিদা আক্তার ও ফাহমিদা নামে দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ কাবার্ডভ্যানটি জব্দ ও চালক মহি উদ্দিনকে আটক করে থানা হেফাজতে নিয়েছেন।

নিহত ফাহমিদা লক্ষ্মীপুরের রায়পুর কেরোয়া ইউনিয়নের আলমগীর হোসেনের মেয়ে ও ঢাকার সেগুনবাগিচা বেগম রহিমা হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী এবং সানজিদা একই এলাকার আরিফ হোসেনের মেয়ে ও লক্ষ্মীপুর গার্লস স্কুলের ছাত্রী।

নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সদর থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানায়, সকালে লক্ষ্মীপুর থেকে বাবার সঙ্গে স্কুলে পড়ুয়া তার মেয়ে সানজিদা ও তার ভাগনি ফাহমিদাকে নিয়ে মোটরসাইকেল যোগে দাদার বাড়িতে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ছাত্রী পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। মোটরসাইকেল থেকে অন্যপাশে পড়ে গিয়ে আহত হন বাবা আরিফ।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিসহ চালক মহি উদ্দিনকে আটক করে।

লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, দুর্ঘটনায় দুই ছাত্রী নিহত হয়েছে। পরিবার মামলা না করায় ময়না তদন্ত ছাড়াই তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর