শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী সার্বিয়া

news-image

নিউজ প্রতিবেদক :বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ দেখিয়েছে সার্বিয়া। দক্ষ ও আধা দক্ষ সব ধরণে নেওয়ার আগ্রহ দেখিয়ে দুই দেশের সরকারের মধ্যে একটি কৌশলগত দিক নির্ধারণে প্রস্তাব দিয়েছে দেশটি।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে সার্বিয়ার চলমান উচ্চাভিলাষী উন্নয়ন কর্মসূচির জন্য যে বিশাল মানবসম্পদের প্রয়োজন তা পূরণে বাংলাদেশের দক্ষ ও আধা-দক্ষ আইটি পেশাজীবী, ইলেকট্রিশিয়ান ও প্লাম্বাদের নিয়োগের প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সার্বিয়ায় বর্তমানে এসব কাজে অনেক চাহিদা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর এ প্রস্তাব সার্বিয়ার প্রেসিডেন্ট সাদরে গ্রহণ করেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

তবে বাংলাদেশ থেকে শ্রম ও জনশক্তির ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া তৈরির ওপর জোর দেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্দার ভুসিক।

বৈঠকে দুই বন্ধু দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য ও অর্থনৈতিক সংযোগ গড়ে তোলার ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সার্বিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশ থেকে আমদানি করতে পারে। এছাড়াও তিনি সরকারের দেয়া চমৎকার বিনিয়োগ পরিবেশ ব্যবহার করে এ দেশে বিনিয়োগের আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর