শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৮ মাস পর ক্যাম্পাসে চবির শাটল

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : দীর্ঘ ১৮ মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্টেশনে ফিরলো বিশ্ববিদ্যালয়ের একটি শাটল ট্রেন।

শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে চবিতে আসা ভর্তিচ্ছুদের নিয়ে ক্যাম্পাসে আসে ট্রেনটি।

দুপুর ১টা ৪৫ মিনিটে চবি ক্যাম্পাস থেকে বটতলীর উদ্দেশে ছেড়ে যাবে এটি। ‘ক’ ইউনিটে চবি কেন্দ্রে ভর্তিচ্ছু পরীক্ষার্থী রয়েছেন ১১ হাজার ১৯৪ জন।

২ অক্টোবর ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের অন্য একটি শাটল শহরের বটতলী স্টেশন থেকে চবি স্টেশনের উদ্দেশে ছেড়ে আসবে। এদিন দুই হাজার ৮৪৬ জন ঢাবি ভর্তিচ্ছু চবিতে ভর্তি পরীক্ষা দেবেন।

এর আগে গতবছর মার্চে করোনার প্রকোপ বাড়ায় বন্ধ হয় চবির সব কার্যক্রম। সেই সঙ্গে বন্ধ ছিল শাটল চলাচলও। দুই দফায় সশরীরে পরীক্ষা গ্রহণ শুরু হলেও চলেনি শাটল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত আছে। আগামীকালও একটি ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে।