শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের ব্যর্থ তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন তামিম ইকবাল। তবে টানা দ্বিতীয় ম্যাচে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা এই বাঁহাতি ওপেনার।

বৃহস্পতিবার ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে তামিম ১৬ বলে ৩ চারের সাহায্যে ১৪ রান করেন। তামিম ব্যর্থ হলেও ১৭৭ রান তাড়ায় তার দল ম্যাচ টাই করে।

এদিন তামিমদের ম্যাচে পয়েন্ট এনে দিতে বড় ভূমিকা উপুল থারাঙ্গার। যিনি ৪৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় খেলেন ৬৭ রানের অপরাজিত ইনিংস। ম্যাচসেরাও তিনি।

তবে অধিনায়ক শারদ ভেসকরের ১ বলে ৬ রানের কথা আলাদা করে লিখতেই হবে। শেষ বলে ছক্কা হাঁকিয়ে তিনিই ম্যাচ টাই করেন।

এর আগে ললিতপুরের হয়ে সন্দুন বিরাক্কুরির ৪১ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৮ রান করেন। আজমতউল্লাহ ওমরজাইয়ের ২২ বলে ২ চার ও ৪ ছক্কায় খেলেন ৪২ রানের ঝোড়ো ইনিংস। সুবাদে ৭ উইকেটে ১৭৭ রানের পুঁজি পায় ললিতপুর।

ম্যাচ টাই হলেও আলোকস্বল্পতায় সুপার ওভার হতে পারেনি। তাই পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।