মালদ্বীপে উত্তাপ ছড়াচ্ছেন অধরা
নিজস্ব প্রতিবেদক : বেশ কয়েকদিন ধরে মালদ্বীপে অবস্থান করছেন চিত্রনায়িকা অধরা খান। সেখান থেকে মাঝে মাঝেই ছবি প্রকাশ করছেন। আর সেইসব ছবি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। মালদ্বীপে কী করছেন অধরা খান? কেউ কেউ বলাবলি করছেন, নিশ্চয় প্রেমিকের সঙ্গেই অবসর কাটাতে সেখানে গেছেন অধরা।
এদিকে কে কি বলল, তাতে কান দিচ্ছেন না অধরা খান। মালদ্বীপ থেকে তিনি জানালেন, আমি একটি সিনেমার কাজেই এখানে আছি। তবে হ্যাঁ, সিনেমাটি যেহেতু দেশের বাইরের ফলে কিছু শর্তের কারণে কাউকে কিছু বলতে পারিনি।
অধরা খান আরও বলেন, গুঞ্জনের বিষয়ে কিছু বলতে চাই না। আগে কাজটি ঠিকভাবে শেষ করতে চাই। কী করছি, না করছি একটা সময় সবাই জানতে পারবেন।