শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারাগারে হামলা চালিয়ে ২৪০ বন্দীকে ছাড়িয়ে নিল বন্দুকধারীরা

news-image

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ায় কারাগারে হামলা চালিয়ে কমপক্ষে ২৪০ বন্দীকে ছাড়িয়ে নিয়ে গেছে বন্দুকধারীরা। খবর আল জাজিরা ও রয়টার্সের।

রবিবার দেশটির রাজধানী আবুজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কগি রাজ্যের কাব্বা শহরে একটি কারাগারে এই হামলা চালানো হয়। কারাগারটিতে মধ্যম মানের নিরাপত্তা ছিল বলে জানা গেছে।

মুখপাত্র ফ্রান্সিস ইনোবরে বলেন, কাব্বার ওই কারাগার থেকে অন্তত ২৪০ জন বন্দীকে মুক্ত করে নিয়ে গেছে হামলাকারীরা। তবে হতাহতের ব্যাপারে কোনও তথ্য জানাননি তিনি।
হামলার পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তাও জানা যায়নি। ঘটনা তদন্ত এবং ছাড়িয়ে নেওয়া বন্দীদের ধরতে এরইমধ্যে কারা প্রশাসনের কন্ট্রোলার হালিরু নাবাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কারা মুখপাত্র ইনোবরে পালানো বন্দীদের ব্যাপারে তথ্য দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। ২০০৮ সালে নির্মিত ২০০ ধারণক্ষমতা সম্পন্ন কারাগারটিতে মোট ২৯৪ জন বন্দী ছিল। এরমধ্যে শাস্তি প্রাপ্ত ৭০ জন ও ২২৪ জন বিচারের অপেক্ষায় ছিলেন।

 

এ জাতীয় আরও খবর