বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যবিপ্রবিতে সশরীরে স্নাতকের পরীক্ষা শুরু ২৯ সেপ্টেম্বর

news-image

যশোর প্রতিনিধি : স্বাস্থ্যবিধি মেনে সশরীরে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হবে। স্ব স্ব বিভাগের শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা গ্রহণ করা হবে। এছাড়া প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষাসমূহ অক্টোবর মাসের শেষ দিকে শুরু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার যবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

সভায় জানানো হয়, যে সকল শিক্ষার্থী আবাসিক হলে উঠতে চান, তাদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে শহীদ মসিয়ূর রহমান হল ও শেখ হাসিনা হলের প্রভোস্ট বরাবর আবেদন করতে বলা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের নমুনা দিতে হবে। নমুনা নেগেটিভ হওয়া শর্তে ২৮ তারিখ থেকে তারা হলে থাকতে পারবেন। নমুনা পরীক্ষায় কোনো শিক্ষার্থীর করোনা পজিটিভ হলে তাকে বাড়ি যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় যশোরের মধ্যে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেওয়া হবে।

সভায় আগামী অক্টোবর মাসের শেষের দিকে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষাসমূহ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য এই দুই বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগে অধ্যয়নরত প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষাসমূহ ২৯ সেপ্টেম্বর শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ফার্মেসি বিভাগের পঞ্চম ও চতুর্থ বর্ষ এবং অক্টোবর মাসের শেষের দিকে বাকি তিনটি বর্ষের পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের বিষয়ে স্ব স্ব বিভাগ থেকে বিস্তারিত সূচিও ঘোষণা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রসহ ১৬টি দেশে প্রবাসীদের জন্য শুরু হচ্ছে জাতীয় পরিচয়পত্র প্রদান কর্মসুচি

পশ্চিমারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে : মির্জা ফখরুল

অন্তঃসত্ত্বা অবস্থায় কান উৎসবে ভাবনার সঙ্গে প্রিয়তি

ক্ষুব্ধ ফারিয়া বললেন, ‘ডাইনিগুলা তোরা জাহান্নামে যা’

দুর্নীতির মামলায় জামিন পেলেন ইমরান খান

আস্থার সংকট : কমছে আমানত, বেড়েছে ঋণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু, শনাক্ত ২১

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি

কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

এ মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড

বিশ্বকাপের ফটোসেশন সারল শান্ত-সাকিবরা