শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিনি বিক্রি হবে নতুন দামে

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন করে চিনির দাম নির্ধারণ করেছে সরকার। শুক্রবার থেকে প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকায় বিক্রি হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মিল মালিকদের বৈঠকে এ দাম নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম সফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, চিনির দাম বেড়ে ৮০ টাকায় উঠেছিলো। আমরা কেজিতে ৫ টাকা কমিয়েছি। এখন থেকে খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকার মধ্যে বিক্রি হবে। শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বৈঠকে চিনি বিপণনকারী কোম্পানি সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপসহ অন্যান্য কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, আজও রাজধানীর বিভিন্ন বাজারে খোলা চিনি ৭৮ থেকে ৮০ টাকা এবং প্যাকেট চিনি ৮২ টাকা কেজি দরে বেচাকেনা হচ্ছে। এক মাসের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম ১৩ শতাংশ আর বছরের ব্যবধানে ২৬ শতাংশ বেড়েছে। চিনির দামে ঊর্ধ্বমুখী প্রবণতায় চিনিযুক্ত অন্যান্য খাবার বিশেষ করে বেকারি ও মিষ্টিজাতীয় পণ্যের দামও বেড়েছে।

এ জাতীয় আরও খবর