শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মাস্ক হচ্ছে টিকার বাপ: ডা. সৈয়দ মোদাচ্ছের আলী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে জনগণকে মাস্ক পরার পরামর্শ দিয়ে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, মাস্ক হচ্ছে টিকার বাপ। এজন্য জনগণকে মাস্ক পরাতে প্রয়োজনীয় ভলেন্টিয়ার নিয়োগ করতে হবে।

বৃহস্পতিবার করোনা প্রতিরোধে গণটিকাদান কর্মসূচিসহ নানা বিষয়ে বাংলাদেশ জার্নালের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জনগণকে মাস্ক পরার পরামর্শ দিয়ে ডা. মোদাচ্ছের আলী বলেন, ‘মাস্ক হচ্ছে টিকার বাপ। তবে সরকার তাদের দায়িত্ব অবহেলা করছে না। কিন্তু জনগণকে মাস্ক পরার জন্য প্রয়োজনীয় ভলেন্টিয়ার নিয়োগ করতে হবে।’

তিনি বলেন, ‘পুলিশ ও ভলেন্টিয়ার দেখলেই মানুষ মুখে মাস্ক পরে। কিন্তু একটু দূরে গিয়েই আবার মুখ থেকে মাস্ক নিচে নামিয়ে রাখে!’

টিকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী বলেন, ‘আমাদের টিকা বাইরে থেকে কিনে আনতে হয়। কিন্তু জনগণ টিকা নিয়ে মুক্তি পেতে চায়, এটার পথ খুঁজে বের করতে হবে। এজন্য আমি একজন মুখপাত্রের কথা বলেছিলাম। প্রতিটি দেশেই একজন মুখপাত্র থাকে। যার কাজ হবে শুধু গণমাধ্যমে ব্রিফিং করা। আমি এক কথা বলবো, আর আরেকজন আরেক কথা বলবে- এর ফলে সরকার জনগণের বিশ্বাস হারিয়ে ফেলে।’

করোনাকালে দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘টিকা খুবই প্রয়োজনীয়। সবাই এর দিকে তাকিয়ে রয়েছে। তবে টিকার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটা মোটামুটি অবস্থানে এসেছে।’

জনগণ টিকা নিতে চায় জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনকারী এই বিশিষ্ট চিকিৎসক বলেন, ‘এটা ভালো লক্ষণ। কিন্তু সেই পরিমাণ টিকা এখন আমাদের হাতে নেই। এই অবস্থায় আমাদের হাতে ৪ থেকে ৫ কোটি টিকা থাকা দরকার। তবে দুই কোটি টিকা হলেও আমরা গণটিকাদান কর্মসূচি শুরু করতে পারি।’

তিনি বলেন, ‘প্রথমে এক কোটি জনগণকে টিকার প্রথম ডোজ দেবো। পরে দ্বিতীয় ডোজের জন্য এক কোটি টিকা রেখে দেবো। কিন্তু সেটাও আমাদের হাতে নেই।’ তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করছেন তাতে টিকার কোন সঙ্কট হবে না বলে আশা প্রকাশ করেন ডা. মোদাচ্ছের আলী।

সেপ্টেম্বর থেকে টিকার গতি বাড়বে জানিয়ে তিনি বলেন, ‘এটাকে গণটিকা বলতে পারবো না। কিন্তু টিকা কতটা পাবো, সেটাও দায়িত্ব নিয়ে কেউ বলতে পারেন না। তবে জনগণকে বলতে চাই, টিকার কোন অভাব হবে না।’

সেপ্টেম্বরে একটি গণটিকাদান কর্মসূচি হতে পারে জানিয়ে ডা. মোদাচ্ছের আলী বলেন, ‘আমরা চেষ্টা করবো সেপ্টেম্বরে দুটি গণটিকাদান কর্মসূচি করার।’

ডা. সৈয়দ মোদাচ্ছের আলী: বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত চিকিৎসক।

 

এ জাতীয় আরও খবর

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশে নির্বাচনের আগে প্রেসিডেনশিয়াল ডিবেট হওয়া দরকার: ইশরাক

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

মার্চে সড়কে প্রাণ হারিয়েছেন ৬১২ জন

ভারতের সঙ্গে বাণিজ্যসহ একাধিক চুক্তি বাতিল করল পাকিস্তান

শ্বশুরকে জামাতার ফোন, ‘তোমার মেয়েকে খুন করেছি’

পারভেজ হত্যায় দোষ স্বীকার করে মাহাথিরের জবানবন্দি

ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করলেও রপ্তানিতে প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

ভারত নাকি পাকিস্তান, কার সেনাবাহিনী কতটা শক্তিশালী?

পানি বন্ধ করলে যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত