৮০ বছরে মারা গেলেন দক্ষিণ ভারতের গায়িকা কল্যাণী মেনন
বিনোদন ডেস্ক : প্রখ্যাত দক্ষিণ ভারতীয় গায়িকা কল্যাণী মেনন ৮০ বছর বয়সে ২ আগস্ট মারা গেছেন। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে দক্ষিণ ভারত তথা বলিউডে শোক নেমেছে।
তার ছেলে রাজীব মেনন দক্ষিণ ভারতের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক।
কল্যাণী মেনন, কেরালার বাসিন্দা তবে পরবর্তীতে তিনি চেন্নাইতে স্থায়ী হয়েছিলেন। মালায়ালাম পরিচালক রামু কারিয়েট পরিচালিত ‘দ্বীপ’ সিনেমায় গান করে তিনি সর্বপ্রথম খ্যাতি অর্জন করেন।
তারপর থেকে তিনি তামিল, তেলেগু এবং মালয়ালম সহ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের নিয়মিত মুখ হয়ে উঠেন।
নব্বইয়ের দশকে তিনি এআর রহমানের সংগীত পরিচালনায় বেশ কয়েকটি বিখ্যাত গান গেয়েছিলেন।
প্রসঙ্গত, ১৯৭০ সালে সর্বপ্রথম একজন ক্লাসিক্যাল সংগীতশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন কল্যাণী। তবে ১৯৯০ সালের দিকে সিনেমায় নাম লেখানোর পর ক্যারিয়ারে বেশ কিছু পরিবর্তন আসে তার।
সবশেষ ২০১০ সালে কালাইমামনি পুরস্কারে ভূষিত হন তিনি।