শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিভাগে একদিনে সর্বোচ্চ ৩১ মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক ; বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটিই বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

একই সময়ে নতুন করে ৭৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৮৬ শতাংশ।

সোমবার (২ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৩ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও বাকি ১৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটে সোমবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিল ৩১১ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত ১১৪ জন।

তিনি আরও জানান, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১০৫ জন পজিটিভ হন। শনাক্তের হার ৫৫ দশমিক ৮৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের দুই হাজার ১৬৫ টি নমুনা পরীক্ষায় ৭৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৮৬ শতাংশ। বিভাগে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি বরিশাল জেলায়। এ জেলায় শনাক্তের হার ৪৩ দশমিক ৩৮ শতাংশ। বরিশালে ৬৫০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর ভোলা জেলায় শনাক্তের হার ৩৯ দশমিক ৭০ শতাংশ। এ জেলায় ৪০৩ জনের নমুনা পরীক্ষায় ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। বরগুনা জেলায় ২৪১ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৪ দশমিক ৪৪ শতাংশ।

পটুয়াখালী জেলায় ৪০৪ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩১ দশমিক ৯৩ শতাংশ। ঝালকাঠী জেলায় ২০১ জনের নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩০ দশমিক ৮৫ শতাংশ। পিরোজপুর জেলায় ২৬৬ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের করো শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩০ দশমিক ৮৩ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

নো মেকআপ লুকে মিমি চক্রবর্তী

গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমল

আদালতে মডেল মেঘনা: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই আমার সম্পর্ক, অন্য কারো সঙ্গে নয়

সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

আইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

চট্টগ্রামে দিনভর শিক্ষার্থী-ছাত্রদল ও এনসিপির মধ্যে মারামারি

অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন সোহেল রানা

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

বিশ্বজুড়ে বাড়ছে জলদস্যুতা

বিএনপির চেয়ে বেশি সংস্কার কোন দল করেছে, প্রশ্ন নজরুল ইসলাম খানের