শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৯ জেলায় শতাধিক মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনা, বরিশালসহ ১৯ জেলায় ১০৮ জনের মৃত্যু হয়েছে।

খুলনা বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৫ জন মারা গেছেন। এর মধ্যে খুলনায় ১০, কুষ্টিয়ায় ১৪, মেহেরপুরে ৮ এবং সাতক্ষীরায় তিনজন মারা গেছেন।এদিকে, রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহীর ১০, নাটোরের ৬, পাবনার ৪ এবং নওগাঁর ২ জন রয়েছেন। বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। এদের মধ্যে বরিশালে ৫ জন, বরগুনায় ৩, পিরোজপুরে ২ এবং পটুয়াখালী ও ভোলায় দুইজন রয়েছেন।
ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহের ৯ এবং শেরপুর ও নেত্রকোনায় দুইজন মারা গেছেন। অন্যদিকে, ফরিদপুরে ১৯, দিনাজপুরে ৭ এবং চট্টগ্রামে ২ জন মারা গেছেন।