শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ এর কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বগুড়া শহরের চেলোপাড়ায় সোমবার সকালে রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে সাধারণ মানুষের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষগুলো অত্যন্ত চিন্তাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জীবিকার চাইতেও জীবনকে বাঁচানো দরকার। কারণ নিজেদের একটি ভুলে প্রাণঘাতি এই ভাইরাসে নিজেদের পুরো পরিবার সংক্রমিত হতে পারে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়ের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত তালুকদার, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর