শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ শতাংশ ছুঁই ছুঁই

news-image

অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নমুনা পরীক্ষার হিসাবে দেশের সকল বিভাগে শনাক্ত রোগীর হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ২৯ শতাংশ ছুঁই ছুঁই। একই সময়ে দেশের আট বিভাগের মধ্যে নমুনা পরীক্ষায় সর্বোচ্চ বরিশালে প্রায় ৪৮ শতাংশ রোগী শনাক্ত হয়েছে।

রোববার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৬০৩টি ল্যাবরেটরিতে ২৯ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ ও ২৯ হাজার ৮৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০টি।

নমুনা পরীক্ষায় আট হাজার ৬৬১ জন নতুন রোগী শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে নয় লাখ ৪৪ হাজার ৯১৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ অর্থাৎ প্রায় ২৯ শতাংশ।

বিভাগওয়ারি শনাক্তের হার ঢাকায় ২৬ দশমিক শূন্য দুই শতাংশ, ময়মনসিংহে ৩২দশমিক শূন্য তিন শতাংশ, চট্টগ্রামে ২৯ দশমিক ৫৬ শতাংশ, রাজশাহীতে ২৬ দশমিক ১১ শতাংশ, রংপুরে ৪৩ শতাংশ, খুলনায় ৩৬ দশমিক ২০ শতাংশ, বরিশালে ৪৭ দশমিক ৭৯ শতাংশ এবং সিলেটে ৩৬ দশমিক ৮৯ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর