শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুদ্ধশ্বাস জয়ে সিরিজে লিড দ.আফ্রিকার

news-image

স্পোর্টস ডেস্ক : জয়ের জন্য শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৫ রান। স্ট্রাইকে ফাবিয়ান অ্যালেন। আর বোলিংয়ে কাগিসো রাবাদা। প্রথম বলে ওয়াইডের পর দ্বিতীয় বলে চার খেয়ে বসেন দক্ষিণ আফ্রিকান পেসার। কিন্তু এরপরই উইন্ডিজের রানের লাগাম টেনে ধরেন তিনি।

তৃতীয় বল ড্রপ দেওয়ার পর চতুর্থ বলে ২ রান নিয়ে ফের পরের বলে কোনো রান নিতে পারেননি অ্যালেন। শেষ বলে ছক্কা হাঁকিয়েও ক্যারিবীয়দের জয় এনে দিতে পারেননি তিনি। শেষ ওভারে ১৩ রান দিলেও প্রোটিয়াদের এক রানের রুদ্ধশ্বাস জয় এনে দিলেন রাবাদা। এই জয়ে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল দ.আফ্রিকা।

লক্ষ্য তাড়া করতে নেমে উইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করে ১৬৬ রান। এর আগে উইকেটরক্ষক-ওপেনার কুইন্টন ডি ককের ঝোড়ো ফিফটিতে ১৬৭ রানের সংগ্রহ পায় ৮ উইকেট হারিয়ে।

গ্রানাডার সেন্ট জর্জে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় দ.আফ্রিকা। ৪ ওভারেই ৪০ পেরোনো স্কোর পায় তারা। সতীর্থ ওপেনার রিজা হ্যান্ডরিকস (১৭) বিদায় নিলেও ঝড় থামাননি ডি কক। ৫১ বলে ৫ চার ও ২ ছয়ে ৭২ রান করেন তিনি। দলীয় ১৪৭ রানে বিদায় নেন ডি কক। তার বিদায়ের পর দলীয় রানটাকে আর বেশি দূর বাড়াতে পারেননি ডেভিড মিলাররা।

উইন্ডিজের হয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন ওবেদ ম্যাকয়। ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন ডোয়াইন ব্রাভো।

১৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় উইন্ডিজও। ওপেনিং জুটিতেই স্কোরবোর্ডে ৫৫ রান জমা করেন এভিন লুইস (২৭) ও লেন্ডন সিমন্স (২২)। পরে জেসন হোল্ডার (১৬), শিমরন হেটমায়ার (১৭), নিকোলাস পুরান (২৬) ও আন্দ্রে রাসেলের ১৬ বলে ৩ ছক্কায় ২৫ রানের ক্যামিওতে জয়ের পথে ছিল ক্যারিবীয়রা। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি তারা।

ম্যাচ সেরা হয়েছেন তাবরিজ শামসি। ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।

এ জাতীয় আরও খবর

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

৬ জুন বাজেট ঘোষণা

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৩৮

অস্বস্তি কাটাতে এবং সম্পর্ক এগিয়ে নিতে আসছেন লু : পররাষ্ট্রসচিব

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন : ডিবি প্রধান

শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

প্রথম হজ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৩ হজযাত্রী

তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী