শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ প্রভাবে কলকাতা বিমানবন্দর বন্ধ

news-image

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।

এদিকে আবহাওয়া দপ্তরে প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, রাতের মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ইয়াস।

বুলেটিনে জানানো হয়েছে, গত ছয় ঘণ্টায় স্থলভাগের আরও কাছে চলে এসেছে ইয়াস। তার আগেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পরবর্তী ছয় ঘণ্টায় তা ‘অতি শক্তিশালী’ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িষ্যার পারাদ্বীপ থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ওড়িষ্যার বালেশ্বর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব,পশ্চিমবঙ্গের দিঘা থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং সাগর দ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ইয়াস। তার অভিমুখ রয়েছে ওড়িষ্যার বালেশ্বরের দিকে।