শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তাসকিনের জোড়া আঘাতে স্বস্তি

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের সবশেষ টেস্টের দ্বিতীয় দিনেও দাপুটে ব্যাট করছে শ্রীলঙ্কা। প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ও ওশাদা ফার্নান্দোর ব্যাটে তিনশো পেরোয় লঙ্কানরা। এরপরই তাসকিন আহমেদের জোড়া শিকারে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলে বাংলাদেশ।

আজ শুক্রবার পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনের ব্যাট করতে আসে স্বাগতিকরা। দিনের শুরু থেকে ব্যাট হাতে দাপট দিয়ে অর্ধশতক তুলে নেন ফার্নান্দো। ১৩২ বলে চার মেরে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করেন তিনি। দু’জনের ১০২ রানের জুটিতে ফাটল ধরান তাসকিন। ১০৫তম ওভারের প্রথম বলেই থিরিমান্নেকে সাজঘরে ফেরান তিনি। ফেরার আগে ২৯৮ বলে ১৪০ রান করেন তিনি। খানিক পরই নতুন ব্যাটসম্যান আঞ্জেলা ম্যাথুজকেও সাজঘরে ফেরান এই পেসার।

গতকাল অধিনায়ক দিমুথ করুণারত্নের আউটের পর থেকে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে এই জুটি। মন্থর উইকেটে ব্যাটিং স্বর্গ বানিয়ে বাংলাদেশের বোলারদের উপর একক আধিপত্য ধরে রাখে তারা। পুরো একদিন খেটেও উইকেট খুঁজে পায়নি তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তবে দিনের এক মাত্র উইকেটটি শিকার করেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম।