শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘তামিম-মুশফিক অভিজ্ঞ হলেও দায়িত্ব সবার সমান’

news-image

স্পোর্টস ডেস্ক : এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মুমিনুল হক। এ সময়ের মধ্যে আরও অনেকেই জাতীয় দলে আসলেও কারোর কাছ থেকে উল্লেখযোগ্য কোনো ইনিংসের দেখা মিলেনি। সবশেষ পাঁচ বছরে যাদের অভিষেক হয়েছে তাদের মধ্যে মেহেদি হাসান মিরাজ ছাড়া কেউই কোনো সেঞ্চুরির দেখা পায়নি। যার কারণে সিনিয়রদের কেউ খারাপ খেললে সেই ম্যাচ আর নিয়ন্ত্রণে থাকে না। তবে এরপরও জাতীয় দলের জার্সি গায়ে সবাইকে দায়িত্ব নিতে হবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন।

আজ সোমবার শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান তিনি। এই সফরে তিনি বাংলাদেশ দলের টিম লিডারের দায়িত্ব পালন করবেন।

দলে সিনিয়র কিংবা জুনিয়র বলে কোনো পজিশন নেই জানিয়ে সুজন বলেন, ‘আমি কাউকে তরুণ বলি না, আমার কাছে সবাই সমান। যদিও তামিম, মুশফিক মুমিনুলের অভিজ্ঞতা অনেক। তারপরও দায়িত্ব সবার সমান। জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে আপনি যখন নামবেন তখন দায়িত্বটা সবারই সমান। ভালো খেলার দায়িত্ব সবারই।’

২০১৬ সালের অক্টোবরে ঘরের মাঠে মিরাজের অভিষেক সিরিজে দারুণ নৈপুণ্যে ইংল্যান্ডকে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছিলো বাংলাদেশ। ওই ম্যাচের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমরা দেখেছি ইংল্যান্ডের বিপক্ষে মিরাজের অনবদ্য পারফরম্যান্স। আমার মনে হয় এটা সবারই মনে রাখতে হবে। এ ক্ষেত্রে উদাহরণ হতে পারে মিরাজ, তরুণ বয়সেই মিরাজ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে টেস্ট জিতিয়েছে। আমাদের সব ক্রিকেটারের মধ্যেই এই সামর্থ্য আছে। এই জিনিসটা মাথায় নিয়েই খেলতে হবে, পজিটিভ, আক্রমনাত্মক ক্রিকেট। আমি সবসময় পজিটিভ ক্রিকেট খেলার কথা বলি, অ্যাটিচিউড অনেক গুরুত্বপূর্ণ। যে অ্যাটিচিউড আমি দেখেছি দুই বছর আগে। সেরকমটা দেখতে চাই, মাঠে লড়াই করবে, ফল কি হবে পরে দেখা যাবে। কিন্তু আমরা লড়াই করতে চাই।’

দলের সব ক্রিকেটারই সুজনের হাতে কোনো না কোনোভাবে গড়া। যার কারণে এই বোর্ড পরিচালক সেসব কথাও স্মরণ করে বলেন, ‘আমার নিজস্ব আইডিয়া আছে, নিজস্ব চিন্তাভাবনা আছে। আমি মনে করি সেভাবেই চিন্তা করবো। তাদের সাথে কীভাবে কথা বলতে হয় জানি। সবাই আমার কাছে পুরোনো, নতুন কেউ নাই। সবার সাথেই আমি কোন না কোনভাবে কাজ করেছি। সুতরাং আমি চেষ্টা করবো আমার পন্থা অবলম্বন করতে। আমি মনে করি ইনশাল্লাহ আমি সেটা পারবো। যদিও সময় খুব বেশিনা, তারপরও যথেষ্ট সময় আছে। আশা করি ভালো কিছু করতে পারবো।’

সূত্র : আমাদের সময়